• ঢাকা
  • শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

আট হাজার অধিবাসীকে সরিয়ে নিল বোমা নিষ্ক্রিয় করতে


নিজস্ব প্রতিবেদক মার্চ ২৪, ২০১৬, ১০:৫৫ এএম
আট হাজার অধিবাসীকে সরিয়ে নিল বোমা নিষ্ক্রিয় করতে

সোনালীনিউজ ডেস্ক

দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার অবিস্ফোরিত একটি বোমা নিষ্ক্রিয় করার জন্য জার্মানির মিউনিখের একটি এলাকা থেকে আট হাজার অধিবাসীকে সরিয়ে নেওয়া হয়। ২৫০ কেজি ওজনের বোমাটি মঙ্গলবার মিউনিখের শোয়াবিং জেলার একটি কন্সট্রাকশন এলাকায় পাওয়া যায়। কর্তৃপক্ষ এটি বুধবার নিষ্ক্রিয় করে।

বোমাটি নিষ্ক্রিয় করার আগে ৫০০ মিটার ব্যাসার্ধে থাকা আট হাজার অধিবাসীর সবাইকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়। এরপর বিকালে বোমাটি সাফল্যের সঙ্গে নিষ্ক্রিয় করা হয় বলে মিউনিখের পুলিশ ও দমকল কর্তৃপক্ষ জানিয়েছে।বোমা নিষ্ক্রিয় করার সময় বাস ও ট্রামসহ আশপাশের যান চলাচল ব্যবস্থায় বিঘ্ন ঘটেছে।

মিউনিখ দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় প্রতিপক্ষের অন্যতম লক্ষ্য ছিল। শহরটি ওই সময়ে ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার হয়।

সোনালীনিউজ/এন

Wordbridge School
Link copied!