• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ইভিএম বিতর্কে নিজের অবস্থানেই সিইসি


নিজস্ব প্রতিবেদক নভেম্বর ১৩, ২০১৮, ০৯:২৫ পিএম
ইভিএম বিতর্কে নিজের অবস্থানেই সিইসি

ঢাকা : ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার নিয়ে বেশিরভাগ রাজনৈতিক দল আপত্তি করলেও নিজের অবস্থানে অনড় প্রধান নির্বাচন কমিশনার সিইসি কে. এম. নূরুল হুদা। তিনি বলেছেন, ‘ইভিএম থেকে পেছানোর কোনো সুযোগ নেই। আইন হয়েছে, বিধি হয়েছে। সুতরাং সীমিত পরিসরে জাতীয় নির্বাচনে এটির ব্যবহার হবে। দলগুলো চাইলে তাদের প্রযুক্তি বিশেষজ্ঞ এনে ভুল ধরিয়ে দিক, আমরা শুধরে নেব।’

সোমবার (১২ নভেম্বর) বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ইভিএম মেলা উদ্বোধন করে সিইসি এসব কথা বলেন। এসময় তিনি আরও বলেন, ‘প্রত্যেকটি স্তরে প্রযুক্তির ব্যবহার পৌঁছে গেছে। শুধুমাত্র নির্বাচনের ক্ষেত্রে এখনও আমরা পারিনি। এটাকে আমাদের অবশ্যই এড্রেস করতে হবে। শুরুটা করতে হবে।’

সিইসি বলেন, ‘ইভিএম শুরুই যদি না করি ভুলটা টের পাব কি করে? ইভিএম নিয়ে প্রশ্ন থাকবে, সেই প্রশ্নের উত্তর দেয়া হবে। এগিয়ে যেতে হবে। আবার ভুল হবে, আবার সংশোধন করে সামনে যাব। প্রযুক্তি এক জায়গায় থেমে থাকে না, প্রতিনিয়ত পরিবর্তন হয়। সেই পরিবর্তনের ধারাবাহিকতায় ধীরে ধীরে ইভিএমকে মানুষের কাছে পৌঁছে দিয়ে ভোটের অধিকার দেয়ার চেষ্টা করব। মানুষ ভোট দিতে চায় নির্বাচন কমিশন ভোটারদের জিম্মাদার। নির্বাচন কমিশনের উপর ভোটারদের ভোট প্রয়োগের মেকানিজম পরিচালনা নির্ভর করে।’

নূরুল হুদা বলেন, ‘আমরা যে ইভিএম প্রদর্শন করেছি, সেটি সিটি করপোরেশন নির্বাচনে ব্যবহার করা হয়েছিল। কোনো ভোটার এটা নিয়ে আপত্তি করেনি। তারা খুশি ছিলেন। ভোটাররা খুশি থাকলে আমরাও খুশি। ভোটাররা নিশ্চিন্তে ভোট দিতে পারেন, আমরাও নিশ্চিন্ত থাকি।’

রাজনৈতিক দলের প্রতি আহ্ববান জানিয়ে সিইসি বলেন, ‘আপনারা আসুন, আপনাদের মধ্যে কোনো প্রযুক্তিসম্পন্ন ব্যক্তি থাকেন, নিয়ে আসুন। পরীক্ষা করুন। আমাদের যদি কোনো ভুল-ভ্রান্তি থাকে, তা শুধরে দিন। তবে এটা থেকে পিছিয়ে যাওয়ার আর কোনো সুযোগ নেই। এটাকে নিয়ে সামনে যেতে হবে। আপনাদের সবার সহযোগিতা কামনা করি।’

এছাড়া সিইসি নূরুল হুদা বলেন, ‘ইভিএমের অনুক‚লে আইন ও বিধি হয়েছে। এবার নির্বাচনে সীমিতভাবে ইভিএম ব্যবহার করা হবে। ইভিএমে ভোটগ্রহণের ক্ষেত্রে সব ধরনের নিরাপত্তা ও স্বচ্ছতা বজায় রাখা হবে।’

এ সময় নির্বাচন কমিশনার মো. রফিকুল ইসলাম, কবিতা খানম, ইসি সচিব হেলালুদ্দীন আহমদ, জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সাইদুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

সোনালীনিউজ/এমটিআই

Wordbridge School
Link copied!