• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

একই সঙ্গে ৪ ডিভাইসে হোয়াটসঅ্যাপ


নিউজ ডেস্ক সেপ্টেম্বর ২৩, ২০২০, ১০:১২ এএম
একই সঙ্গে ৪ ডিভাইসে হোয়াটসঅ্যাপ

ঢাকা : মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ একটি অ্যাকাউন্ট থেকে একইসঙ্গে চারটি ডিভাইসে ব্যবহার করার সুবিধা চালু করেছে। ইতোমধ্যে বেশ কয়েকটি দেশে ফিচারটির আপডেট দিতে শুরু করেছে ফেসবুকের মালিকানাধীন প্রতিষ্ঠানটি।

খুব দ্রুত সব দেশের ব্যবহারকারীরা এ আপডেট পেয়ে যাবেন বলে জানিয়েছে ওয়াবেটাইনফো। বলা হয়েছে, নতুন আপডেটে বেটা ভার্সনে ফিচারটি ‘লিঙ্কড ডিভাইসেস’ নামে শো করতে দেখা গেছে। সাধারণ ভার্সনে আসলে এ ফিচারটি থাকবে অ্যাপের সেটিংস অপশনে।

কোন কোন ডিভাইসে অ্যাকাউন্ট খোলা রয়েছে, সেটি অ্যাকাউন্ট থেকেই দেখা যাবে। এছাড়া ‘অ্যাডভান্সড সার্চ’ ফিচারে অনুসন্ধানের সুবিধা রাখা হয়েছে। এ ফিচারটি আসলে ব্যবহারকারীরা সার্চে ট্যাপ করে ছবি, ভিডিও, লিঙ্ক এবং অডিওর আলাদা-আলাদা ক্যাটাগরি পাবেন।

বর্তমানে হোয়াটসঅ্যাপ একসঙ্গে একটি ডিভাইসের পাশাপাশি শুধু ওয়েবে ব্যবহার করা যায়।

সোনালীনিউজ/এএস

Wordbridge School
Link copied!