• ঢাকা
  • শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

একুশে পদক পেল ২০ বরেণ্য ব্যক্তি ও এক প্রতিষ্ঠান


নিজস্ব প্রতিবেদক ফেব্রুয়ারি ২০, ২০২০, ১১:৩২ এএম
একুশে পদক পেল ২০ বরেণ্য ব্যক্তি ও এক প্রতিষ্ঠান

ঢাকা : অমর একুশে পদক পেলেন দেশের বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা ২০ বরণ্যে ব্যক্তি ও এক প্রতিষ্ঠান। 

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) ওসমানী স্মৃতি মিলনায়নতে প্রতিবারের মতো এবারও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিজয়ীদের হাতে পুরস্কারের ক্রেস্ট ও সম্মাননা তুলে দেন। 

শিল্পকলায় অবদান রাখার জন্য এবার একুশে পদক দেওয়া হয়েছে: সংগীতে বেগম ডালিয়া নওশিন, শঙ্কর রায় ও মিতা হককে। 
নৃত্যে মো. গোলাম মোস্তফা খান, অভিনয়ে এম এম মহসীন এবং চারুকলায় অধ্যাপক শিল্পী ড. ফরিদা জামান।

ভাষা আন্দোলন: আমিনুল ইসলাম বাদশা (মরণোত্তর)।

মুক্তিযুদ্ধে (মরণোত্তর): হাজি আক্তার সরদার, আব্দুল জব্বার, ডা. আ আ ম মেসবাহুল হক (বাচ্চু ডাক্তার)।

সাংবাদিকতায় জাফর ওয়াজেদ (আলী ওয়াজেদ জাফর)।

গবেষণায় ড. জাহাঙ্গীর আলম, হাফেজ কারী আল্লামা সৈয়দ মোহাম্মদ ছাইফুর রহমান নিজামী শাহ।

শিক্ষায় অধ্যাপক ড. বিকিরণ প্রসাদ বড়ুয়া।

অর্থনীতিতে অধ্যাপক ড. শামসুল আলম। সমাজসেবায় সুফি মোহাম্মদ মিজানুর রহমান।

ভাষা ও সাহিত্যে ড. নুরুন নবী, মরহুম সিকদার আমিনুল হক (মরণোত্তর) ও বেগম নাজমুন নেসা পিয়ারি।

চিকিৎসায় অধ্যাপক ডা. সায়েবা আখতার এবং প্রতিষ্ঠানের মধ্যে গবেষণায় একুশে পদক পাচ্ছে বাংলাদেশ মৎস গবেষণা ইনিস্টিটিউট।

উল্লেখ্য, একুশে পদক বাংলাদেশের একটি জাতীয় এবং দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক পুরস্কার। সংস্কৃতি মন্ত্রণালয় এই পুরস্কারের জন্য মনোনীতদের নাম প্রকাশ করে। এ বছর একুশে পদক প্রাপ্ত ২০ গুণী ও এক প্রতিষ্ঠানের নামের তালিকায় রয়েছেন শিল্পকলায় (অভিনয়, সংগীত, আলোকচিত্র ও চারুকলা)মোট ছয় গুণী ব্যক্তিত্ব। 

সোনালীনিউজ/এএস
 

Wordbridge School

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!