• ঢাকা
  • শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

এমপি এবাদুল করিম করোনায় আক্রান্ত


নিজস্ব প্রতিবেদক মে ২৭, ২০২০, ০৮:৪৬ এএম
এমপি এবাদুল করিম করোনায় আক্রান্ত

ঢাকা: ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) থেকে নির্বাচিত সংসদ সদস্য মোহাম্মদ এবাদুল করিম বুলবু্ল করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। সাংসদের পিএ মোক্তার সিকদার বুধবার (২৭ মে) ভোরে বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। বর্তমানে তিনি ঢাকার বাসায় হোম কোয়ারেন্টিনে রয়েছেন বলেও জানান সাংসদের এই পিএ।

সাংসদ এবাদুল করিম তথ্য মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও দেশের বৃহৎ ওষুধ শিল্প প্রতিষ্ঠান বীকন ফার্মাসিউটিক্যালসের কর্ণধার।

মোক্তার সিকদার জানান, সাংসদ এবাদুল করিম বেশ কয়েকদিন ধরেই করোনা উপসর্গে ভুগছিলেন। পরে গত ১৯ মে তাঁর করোনার নমুনা পরীক্ষায় কোভিড-১৯ পজিটিভ পাওয়া যায়। এরপর থেকে তিনি ঢাকার বাসায় স্বাস্থ্যবিধি মেনে হোম কোয়ারেন্টিনে রয়েছেন।

এদিকে সাংসদের নির্বাচনী এলাকা ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর  উপজেলার সর্বত্র গত এক সপ্তাহেরও বেশী সময় ধরে তিনি 'অসুস্থ' আছেন এই মর্মে ফেসবুকে ব্যাপক প্রচার করা হয়। এরপর থেকেই উপজেলা আওয়ামী লীগসহ স্থানীয় বিভিন্ন সংগঠনের উদ্যোগে তাঁর আশু রোগমুক্তি কামনায় প্রায় প্রতিদিনই নবীনগরে দোয়া মাহফিল অনুষ্ঠিত হচ্ছে।

এদিকে সাংসদ এবাদুল করিম বুলবুলের বর্তমান শারীরিক অবস্থা বেশ ভালো আছে বলে জানিয়েছেন তাঁর পিএ মোক্তার সিকদার।

সোনালীনিউজ/এইচএন

Wordbridge School

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!