• ঢাকা
  • শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

‘ঐক্যফ্রন্টের এমপিদের শপথ নেয়ার খবর ভিত্তিহীন’


নিজস্ব প্রতিবেদক জানুয়ারি ২৮, ২০১৯, ০৮:০১ পিএম
‘ঐক্যফ্রন্টের এমপিদের শপথ নেয়ার খবর ভিত্তিহীন’

ঢাকা: জাতীয় ঐক্যফ্রন্টের নির্বাচিত এমপিদের শপথ না নেয়ার সিদ্ধান্ত বহাল আছে বলে জানিয়েছেন গণফোরামের সাধারণ সম্পাদক ও ফ্রন্টের প্রধান সমন্বয়ক মোস্তফা মোহসীন মন্টু।

সোমবার (২৮ জানুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানান তিনি।

বিজ্ঞপ্তিতে মোস্তফা মোহসীন মন্টু বলেন, একটি অবাধ সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন তথা জনগণের ভোটের অধিকার আদায়ের লক্ষে জাতীয় ঐক্য গঠিত হয়েছিল। জাতীয় ঐক্যফ্রন্টের ঐক্য সুদৃঢ় ও অটুট আছে।

তিনি বলেন, গণফোরাম তথা জাতীয় ঐক্যফ্রন্টের কোনো কোনো নির্বাচিত সংসদ সদস্য সংসদে যোগদান করছে-এ ধরনের সংবাদ বিভিন্ন পত্র-পত্রিকায় প্রকাশিত হয়েছে। যা অসত্য ও ভিত্তিহীন।

গণফোরামের এ নেতা বলেন, সংসদে যোগ দেয়ার বিষয়ে গণফোরামে কোনো সিদ্ধান্ত হয় নাই। জাতীয় ঐক্যফ্রন্টের কোনো সংসদ সদস্য শপথ না নেয়ার সিদ্ধান্ত বহাল রয়েছে। পত্র-পত্রিকায় বিভ্রান্তিমূলক বক্তব্য না দেয়ার জন্য তিনি সকলকে অনুরোধ জানান।

সোনালীনিউজ/এমএইচএম

Wordbridge School
Link copied!