• ঢাকা
  • শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

‘করোনা আক্রান্ত যাত্রী’ আছে শুনেই পালালেন পাইলট


আন্তর্জাতিক ডেস্ক মার্চ ২৪, ২০২০, ০৩:১৯ পিএম
‘করোনা আক্রান্ত যাত্রী’ আছে শুনেই পালালেন পাইলট

ছবি: ইন্টারনেট

ঢাকা: চীন থেকে করোনাভাইরাস আতঙ্কে পুরোবিশ্ব। এ ভাইরাস আক্রান্ত রোগী আছে শুনে বিমান থেকে পালিয়েছেন এক পাইলট। ঘটনাটি ঘটেছে এয়ার এশিয়ার পুনে থেকে দিল্লিগামী একটি বিমানে। বিমানে একজন যাত্রী করোনায় আক্রান্ত, এটি শুনেই পরিত্যক্ত এলাকায় নামানো হয় বিমান। এরপরেই ঘটে যায় অদ্ভূত ঘটনা।

জানা গেছে, বিমানের সেকেন্ডারি এগজিট দিয়ে পাইলট নেমে যান। পরীক্ষায় অবশ্য যাত্রীর দেহে করোনা সংক্রমণ পাওয়া যায়নি। এয়ার এশিয়া ইন্ডিয়ার মুখপাত্র জানান, বিমানে সন্দেহজনক করোনা আক্রান্ত একজন যাত্রী ছিলেন। 

তিনি বিমানের প্রথম দিকের একটি সিটে বসেছিলেন। বিমানটি অবতরণের সময় থেকেই নানা রকমের ব্যবস্থা নেয়া হয়। সাধারণত বিমান যেখানে নামে, তার থেকে অনেকটা দূরে বিমান অবতরণ করে। সামনের দরজা নিয়ে নামানো হয় ওই যাত্রীকে। এরপর অবশ্য পরীক্ষার পর যাত্রী ভাইরাস আক্রান্ত নন বলেই জানা গেছে৷

এদিকে, বিমান কর্মীদেরও এখন সেলফ কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। ভারতের এখন পর্যন্ত ৪৯৯ জন আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ১০ জন।

সোনালীনিউজ/এমএএইচ

Wordbridge School
Link copied!