• ঢাকা
  • শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

করোনার যে ভয়ঙ্কর লক্ষণে বুঝবেন আপনি আক্রান্ত


নিউজ ডেস্ক মার্চ ২২, ২০২০, ০৭:৩৯ পিএম
করোনার যে ভয়ঙ্কর লক্ষণে বুঝবেন আপনি আক্রান্ত

ছবি: ইন্টারনেট

 ঢাকা: চীন থেকে ছড়ানো প্রাণঘাতী মহামারী করোনায় আতঙ্কিত গোটা বিশ্ব। প্রতিনিয়তই করোনায় আক্রান্ত হচ্ছে হাজার হাজার মানুষ। সংক্রমণ ঠেকাতে ভ্যাকসিন তৈরির কাজ চলছে। আশা করা হচ্ছে, দ্রুততম সময়ের মধ্যেই আবিষ্কৃত হবে কোভিড–১৯ প্রতিরোধের ভ্যাকসিন। তবে একজন করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর শরীরে কি কি লক্ষণ দেখা দিতে পারে তা জানা জরুরি। 

ঠাণ্ডা, জ্বর, কাশি ছাড়াও আরও কিছু লক্ষণ দেখা যেতে পারে করোনায় আক্রান্তদের দেহে। করোনা ভাইরাস থেকে সুস্থ হয়ে ওঠা কয়েকজন রোগী বলেছেন করোনার প্রধান কয়টি লক্ষণ সম্পর্কে।

১. পুরো শরীর জুড়ে অসহনীয় ব্যাথা থাকবে। মনে হতে পারে আপনার মাথায় প্রচন্ড ব্যাথা হচ্ছে, সেই সাথে চোখ জ্বালা, গলা ব্যাথা। এগুলো করোনা রোগীর প্রথম লক্ষণ।

২. চোখ জ্বালা, চুলকানি থাকতে পারে। সেই সাথে শরীরে জ্বর থাকবে।

৩. কানের ভেতরে মাঝামাঝি এবং ভেতরের অংশের মাঝখানে ইউচটাচিয়ান টিউব থাকে। মাঝে মধ্যে ইউচটাচিয়ান টিউবে চাপ দিয়ে দেখতে হবে ব্যাথা আছে কিনা।

৪. প্রচন্ড মাথা ব্যাথা থাকবে। মনে হতে পারে কেউ মাথায় সজোরে আঘাত করছে।

৫. পুরো শরীরে ব্যাথা থাকবে। কেবল কান বা বুকে নয়। সেই সাথে হাত এবং পায়েও ব্যাথা থাকবে।

৬. প্রচন্ড গলা ব্যাথা থাকবে। শ্বাস প্রশ্বাসে কষ্ট হবে, খাবার খাওয়ার সময়ও অনেক ব্যাথা হবে গলায়।

তবে প্রাণঘাতী মহামারী করোনায় আতঙ্ক নয়, থাকতে হবে সতর্ক। সচেতন করতে হবে পরিবারের সবাইকে। মরামর্শ নিতে হবে চিকিৎসকদের। মেনে চলতে হবে স্বাস্থ্যবিধি।

সোনালীনিউজ/এমএএইচ

Wordbridge School
Link copied!