• ঢাকা
  • শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

করোনায় আরো ৪৪ জনের মৃত্যু, আক্রান্ত ৩২০১


নিজস্ব প্রতিবেদক জুলাই ৬, ২০২০, ০২:৪৬ পিএম
করোনায় আরো ৪৪ জনের মৃত্যু, আক্রান্ত ৩২০১

ফাইল ছবি


ঢাকা : মহামারি করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৪৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে মোট মারা গেলেন দুই হাজার ৯৬ জন। গত ২৪ ঘণ্টায় আরও আক্রান্ত হয়েছেন ৩২০১। এ নিয়ে মোট সনাক্ত দাঁড়াল- ১,৬৫,৬১৮ জন।

সোমবার (৬ জুলাই) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস বিষয়ক নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানানো হয়।

গত ২৪ ঘন্টায় নমুনা পরীক্ষা- ১৪,২৪৫ টি, ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন-  ৩,৫২৪ জন, নতুন ৩,৫২৪ জন নিয়ে এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন- ৭৪,১৪৯ জন।

অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা অনলাইনে বুলেটিন উপস্থাপন করেন। বুলেটিনে ডা. নাসিমা করোনাভাইরাস থেকে সুরক্ষিত থাকতে সবাইকে স্বাস্থ্যবিধি প্রতিপালনের আহ্বান জানান। 

করোনাভাইরাসের ছোবলে গোটা বিশ্ব এখন মৃত্যুপুরীতে। গত ডিসেম্বরে চীনের উহান শহর থেকে ছড়ানোর পর বিশ্বজুড়ে এ ভাইরাসে আক্রান্তের সংখ্যা এখন এক কোটি ১৫ লাখ ৬৪ হাজারের বেশি। মৃতের সংখ্যা পাঁচ লাখ ৩৭ হাজার প্রায়। তবে সাড়ে ৬৫ লাখের মতো রোগী ইতোমধ্যে সুস্থ হয়েছেন। বাংলাদেশে করোনাভাইরাস প্রথম শনাক্ত হয় গত ৮ মার্চ। প্রথম মৃত্যু হয় ১৮ মার্চ।

সোনালীনিউজ/এমএএইচ

Wordbridge School

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!