• ঢাকা
  • শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

‘কাউকে হয়রানি না করতে নির্দেশ’


ময়মনসিংহ প্রতিনিধি ডিসেম্বর ১৫, ২০১৮, ০৪:৪৩ পিএম
‘কাউকে হয়রানি না করতে নির্দেশ’

ময়মনসিংহ : কোনো প্রার্থী বা দলকে অহেতুক হয়রানি না করতে সবাইকে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম। শনিবার (১৫ ডিসেম্বর) সকালে ময়মনসিংহে এক সেমিনার শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

তিনি আরো বলেন, ‘আমার কাছে সব প্রার্থীই প্রার্থী, সব দলই দল। পুলিশ কাউকেই অহেতুক হয়রানি করবে না। তবে কারো বিরুদ্ধে যদি আমলযোগ্য অপরাধ হয়, যদি সত্যি সত্যি কেউ অপরাধ করে সে আওয়ামী লীগ করুক আর বিএনপি করুক বা অন্য কোনো দল করুক তাদেরকে ছাড় না দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। আমরা একটি শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক নির্বাচন চাই।’ 

এ সময় সাংবাদিকদের উদ্দেশে নির্বাচন কমিশনার বলেন, প্রকৃত ঘটনা তুলে ধরুন, নির্বাচন কমিশন অবশ্যই অ্যাকশন নিবে। একপেশে সংবাদ করে জনগণ ও ভোটারদেরকে বিভ্রান্ত করবেন না।

এ সময় আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা আলিমুজ্জামান, বিভাগীয় কমিশনার মাহমুদ হাসান, ডিআইজি নিবাস চন্দ্র মাঝি, জেলা প্রশাসক ড. সুভাষ চন্দ্র বিশ্বাস, পুলিশ সুপার শাহ আবিদ হোসেন উপস্থিত ছিলেন। 

সোনালীনিউজ/ঢাকা/এইচএআর

Wordbridge School

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!