• ঢাকা
  • শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

খালেদা জিয়ার জন্য ৩ আসনে মনোনয়নপত্র সংগ্রহ


নিজস্ব প্রতিবেদক নভেম্বর ১২, ২০১৮, ০৪:৩৪ পিএম
খালেদা জিয়ার জন্য ৩ আসনে মনোনয়নপত্র সংগ্রহ

ফাইল ফটো

ঢাকা: একাদশ সংসদ নির্বাচনে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জন্য তিনটি আসনে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে।

সোমবার (১২ নভেম্বর) বেলা ১১টার দিকে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে খালেদার জন্য ৩টি মনোনয়নপত্র কেনা হয়।

দলীয় সূত্রে জানা গেছে, ফেনী-১ আসনে খালেদা জিয়ার জন্য বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বগুড়া-৬ আসনে খালেদার জন্য দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান এবং বগুড়া-৭ আসনে তার জন্য স্থায়ী কমিটির আরেক সদস্য মির্জা আব্বাস মনোনয়নপত্র সংগ্রহ করেন। তাদের হাতে মনোনয়ন ফরম তুলে দেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ।

আরো জানা গেছে, এরপরে ঠাকুরগাঁও-১ আসনে লড়াইয়ের জন্য মনোনয়নপত্র কেনেন বিএনপি মহাসচিব।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু, ডা. এজেডএম জাহিদ হোসেন, চেয়ারপারসনের উপদেষ্টা জয়নাল আবেদিন (ভিপি), যুগ্ম-মহাসচিব খায়রুল কবির খোকন, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু, সহ-দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু, মুনীর হোসেন, বেলাল আহমেদ, সহ-প্রচার সম্পাদক আসাদুল করিম শাহীন, নির্বাহী কমিটির সদস্য রফিক সিকদার প্রমুখ।

সোনালীনিউজ/এমএইচএম

Wordbridge School
Link copied!