• ঢাকা
  • শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

খোলাবাজারে পেঁয়াজ বিক্রি শুরু


নিজস্ব প্রতিবেদক সেপ্টেম্বর ১৬, ২০১৯, ০৯:০৩ এএম
খোলাবাজারে  পেঁয়াজ বিক্রি শুরু

ঢাকা : দাম নিয়ন্ত্রণে খোলাবাজারে ন্যায্য মূল্যে পেঁয়াজ বিক্রি শুরু করছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। বিভিন্ন স্থানে ট্রাক সেলের মাধ্যমে এ সেবা দেওয়া হচ্ছে বলে বাণিজ্য মন্ত্রণালয় সূত্র জানিয়েছে।

সোমবার (১৬ সেপ্টেম্বর) সকাল থেকে খেলাবাজারে পেঁয়াজ বিক্রি নিয়ে গতকাল রবিবার (১৫ সেপ্টেম্বর) সচিবালয়ে এক বৈঠক অনুষ্ঠিত হয়। সন্ধ্যায় বাণিজ্য মন্ত্রণালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাজারে পেঁয়াজের দাম বেড়েছে। এ পরিপ্রেক্ষিতে মানুষকে স্বস্তি দিতে সরকার খোলাবাজারে ন্যায্যমূল্যে পেঁয়াজ বিক্রির সিদ্ধান্ত নিয়েছে। তবে খোলাবাজার থেকে একেকজন পাঁচ কেজির বেশি পেঁয়াজ কিনতে পারবে না।

পেঁয়াজ আমাদানির ক্ষেত্রে এলসি মার্জিন এবং সুদের হার কমাতেও  প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের জন্য বাংলাদেশ ব্যাংকে চিঠি পাঠানো হয়েছে। বলা হয়েছে, বন্দরে আমদানি করা পেঁয়াজের খালাস প্রক্রিয়া দ্রুততার সঙ্গে সম্পন্ন করা এবং নির্বিঘ্নে পরিবহনের যাতায়াত নিশ্চিত করার জন্য যথাযথ কর্তৃপক্ষ বরাবর চিঠি পাঠানো হয়েছে।

সোনালীনিউজ/এএস

 

Wordbridge School

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!