• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ছোট বোন হত্যার দায়ে বড় ভাইয়ের যাবজ্জীবন


জেলা প্রতিনিধি জুলাই ১৫, ২০১৯, ০৪:৫৯ পিএম
ছোট বোন হত্যার দায়ে বড় ভাইয়ের যাবজ্জীবন

ময়মনসিংহ: ময়মনসিংহের ভালুকা উপজেলায় বসবাসকারী এক পরিবারে সহোদর ছোট বোন আমিনা খাতুন (১৪) কে হত্যার দায়ে রুবেল মিয়া (১৯) নামে বড় ভাইকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে আদালত।

সোমবার (১৫ জুলাই) ময়মনসিংহের অতিরিক্ত দায়রা জজ প্রথম আদালতের বিচারক মোঃ ইকবাল হোসেন এ রায় ঘোষনা করেন।

মামলার বিবরণে জানা যায়, ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার আকনাপাড়া গ্রামের বাসিন্দা বাদশা মিয়া তার স্ত্রী ছেলে মেয়েদের নিয়ে কাজের সুবাদে ভালুকা উপজেলা জমিরদিয়া মাষ্টারবাড়ি এলাকার বাড়া বাসায় বসবাস করতেন।

২০১৪ সালের ৩ ফেব্রুয়ারি বাদশা মিয়া কাজ থেকে ফিরে বাড়ির সামনে এসে ঘর থেকে মেয়ে আমেনা খাতুন (১৪) এর চিৎকার শুনতে পান। পরে টিনের বেড়া ছিড়ে ঘরে প্রবেশ করতে চেষ্টা করলে তার ছেলে রুবেল (৩০) তাকে কেচি দিয়ে হাতে পার দেয়। পরে লোকজনের সহায়তায় রুবেলকে আটক করে মেয়েকে হাত পা বাধা ও ঘাড়ে আঘাতজনিত রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে চিকিৎসক আমেনা খাতুনকে মৃত ঘোষনা করেন। এ ঘটনায় বাবা বাদশা মিয়া বাদি হয়ে একই দিন রাতে ছেলে রুবেল মিয়ার নামে ভালুকা মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার ৪ বছর ৫ মাস পর তদন্ত, স্বাক্ষ প্রমান শেষে বিজ্ঞ আদালত এ রায় দেন।

সোনালীনিউজ/এমএএইচ

Wordbridge School
Link copied!