• ঢাকা
  • শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ট্রাম্পের সংবাদ সম্মেলনের সময় গোলাগুলি


আন্তর্জাতিক ডেস্ক আগস্ট ১১, ২০২০, ১০:০৭ এএম
ট্রাম্পের সংবাদ সম্মেলনের সময় গোলাগুলি

ঢাকা : মহামারী করোনাভাইরাস নিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নিয়মিত সংবাদ সম্মেলন চলাকালীন সময়ে হোয়াইট হাউজের সামনে গোলাগুলির ঘটনা ঘটেছে। 

সোমবার (১০ আগস্ট) স্থানীয় সময় বিকালে এ ঘটনা ঘটে। এ ঘটনার পর কিছু সময়ের জন্য সম্মেলন স্থগিত করে ভবনের ভেতরে চলে যান ট্রাম্প। এসময় উদ্বিগ্ন সাংবাদিকরা দাঁড়িয়ে কাঁচের ফাকদিয়ে বাহিরে দৃশ্য দেখছিলেন। 

একটু পর আবারও সংবাদ সম্মেলন কক্ষে এসে নিজেই সাংবাদিকদের বলেন, একটা দুর্ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিরাপত্তা বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে।

এ ঘটনায় অভিযুক্তকে গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। যদিও অভিযুক্তের পরিচয় এখনো জানা যায় নি।

নিরাপত্তারক্ষী ট্রাম্পকে দ্রুত সংবাদ সম্মেলন ছাড়তে বলছেন

এদিকে, অনাকাঙ্খিত এ ঘটনার পর নিরাপত্তার অজুহাতে হোয়াইট হাউজ লকডাউন করে দেয়া হয়েছে।

সোনালীনিউজ/এএস

Wordbridge School
Link copied!