• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ডেঙ্গু নিয়ে ঢাকার দুই মেয়রকে ধুয়ে দিলেন রাব্বানী


নিজস্ব প্রতিবেদক জুলাই ২৮, ২০১৯, ০২:১৯ পিএম
ডেঙ্গু নিয়ে ঢাকার দুই মেয়রকে ধুয়ে দিলেন রাব্বানী

ঢাকা : রাজধানী ঢাকায় ডেঙ্গু পরিস্থিতির মারাত্মক সংকটের মধ্যে এবার দুই সিটি করপোরেশন মেয়র সাঈদ খোকন ও আতিকুল ইসলামকে ধুয়ে দিলেন ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও ডাকসুর জিএস গোলাম রাব্বানী।

ঢাকার দুই মেয়রের উদ্দেশে ডাকসুর এই জিএস প্রশ্ন তুলেছেন, আগামীতে ভোট চাইবেন কীভাবে? আর আমরাই আপনাদের পক্ষে ভোট চাইব কোন মুখে!

শনিবার (২৭ জুলাই) রাতে নিজের ফেসবুকে পেইজে দেওয়া ছাত্রলীগ সাধারণ সম্পাদকের স্ট্যাটাসটি পাঠকদের জন্য হুবহু তুলে ধরা-

গোলাম রাব্বানির ফেসবুক পোস্ট

‘সম্মানিত মেয়র মহোদয়গণ, মানুষ অনেক প্রত্যাশা নিয়ে আপনাদের ভালোবাসার ম্যান্ডেট দিয়েছিলো। ঢাকাকে এডিস মশা মুক্ত রাখা আপনাদের দায়িত্ব। আজ ঢাকা শহরজুড়ে ডেঙ্গু রোগীদের আর্তনাদ আর অসহায় স্বজনদের হাহাকার। কোন হাসপাতালে বেড খালি নাই। আবাল-বৃদ্ধ-বনিতা সবাই চরম আতংকিত। গুজব নয়, এটাই সত্যি!

এমন ব্যর্থতার দায় মাথায় নিয়ে আপনারা আগামীতে ভোট চাইবেন কীভাবে? আর আমরাই বা আপনাদের জন্য কোন মুখে ভোট চাইবো? বিনীত অনুরোধ, আগামীকাল থেকে অন্য সব কাজ তুচ্ছজ্ঞান করে মশা নিধনে সর্বশক্তি প্রয়োগ করুন, আমরা বাংলাদেশ ছাত্রলীগ পরিবার পাশে আছি যেকোনো প্রয়োজনে।’

ভোট চাইবেন কোন মুখে, ঢাকার দুই মেয়রকে রাব্বানী : শনিবার সকাল ১০টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ২৩৩ জন ডেঙ্গু আক্রান্ত রোগী শুধুমাত্র ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন।

হাসপাতাল সূত্র জানায়, ৬৪৮ জন ডেঙ্গু আক্রান্ত রোগী এ হাসপাতালে ভর্তি রয়েছেন। গত ২৪ ঘণ্টায় ২৩৩ জন নতুন ডেঙ্গু রোগী ভর্তি হওয়ায় হাসপাতালের ওপর বাড়তি চাপ সৃষ্টি হয়েছে। বহির্বিভাগ, নতুন ভবন, জরুরি বিভাগ সব জায়গাতেই ডেঙ্গু রোগী পাওয়া যাচ্ছে।

হাসপাতাল সূত্র জানিয়েছে, এ বছর হাসপাতালে ডেঙ্গু রোগী আসা শুরু থেকে এই পর্যন্ত হাসপাতালে ২৩৩ জন ভর্তির এটি একটি রেকর্ড।

হাসপাতালের নতুন ভবনসহ পুরনো ভবনের শিশু ওয়ার্ডগুলোও এখন ডেঙ্গু আক্রান্ত রোগীতে পূর্ণ হয়ে গেছে। তবে চিকিৎসকরা ২৪ ঘণ্টায় সফলভাবে রোগীদের চিকিৎসা দিচ্ছেন বলে জানিয়েছেন চিকিৎসকরা।

এদিকে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে শুধুমাত্র চলতি জুলাই মাসেই হাসপাতালে ভর্তি হয়েছেন ৭ হাজার ৫১৩ জন রোগী। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, জুলাই মাসের ২২ তারিখে ৪০৩ জন, ২৩ তারিখে ৪৭৩ জন, ২৪ তারিখে ৫৬০ জন, ২৫ তারিখে ৫৪৭ জন এবং ২৬ তারিখে ৩৯০ জন ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে এই হিসাবের বাইরে রয়েছে আরও প্রচুর ডেঙ্গু আক্রান্ত রোগী। কেননা শুধু মাত্র সে সকল ডেঙ্গু আক্রান্ত রোগীরাই হাসপাতালে ভর্তি হয়, যাদের রক্তে প্লাটিলেটের পরিমাণ ভয়ানকভাবে কমে যায়।

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গতকাল ঢাকায় মারা গেছে দুই জন এর মধ্যে একজন নারী চিকিৎসক অন্যজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগের এক শিক্ষার্থী। এছাড়াও রাজশাহীতে সঙ্কটাপন্ন অবস্থায় আছেন এক পুলিশ সদস্য।

এর আগে শুক্রবার (২৬ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের দৈনিক প্রতিবেদনে জানানো হয়, মোট ৩৯০ জন রোগীর মধ্যে ঢাকা শহরের বাইরে ঢাকা বিভাগের জেলা শহরে ১ জন, চট্টগ্রাম বিভাগে ১৩ জন ও খুলনা বিভাগে ২ জন রোগী ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন।

ঢাকা শহরের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন ৩৭৪ জন। এদের মধ্যে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) ১৩৬ জন, ঢাকা শিশু হাসপাতাল ৮ জন, শহীদ সোহরাওয়ার্দী হাসপাতাল ২২ জন রোগী ভর্তি হয়েছেন। এছাড়াও হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট হাসপাতালে ৯ জন, বারডেম হাসপাতালে ৪ জন, রাজারবাগ পুলিশ হাসপাতালে ৩৭ জন, মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে ৪১ জন, পিলখানা বিজিবি হাসপাতালে ভর্তি হয়েছেন ৩ জন রোগী।

প্রতিবেদনে জানানো হয়, ঢাকা শহরের বিভিন্ন বেসরকারি হাসপাতালে নতুনভাবে ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন ১১৪ জন রোগী। এদের মধ্যে ধানমন্ডি ইবনে সিনা মেডিকেল কলেজ হাসপাতালে ১১ জন, স্কয়ার হাসপাতালে ৯ জন, সেন্ট্রাল হাসপাতালে ৩০ জন, কাকরাইল ইসলামী ব্যাংক সেন্ট্রাল হাসপাতালে ২৪ জন রোগী ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন। এছাড়াও ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালে ৮ জন, সালাউদ্দিন হাসপাতালে ১৭ জন, পপুলার মেডিকেল কলেজ হাসপাতালে ১৫ জন রোগী ভর্তি হয়েছেন।

সোনালীনিউজ/এএস

Wordbridge School
Link copied!