• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ঢাকা দক্ষিণ সিটিতে হোটেল-রেস্টুরেন্টসহ সব খাবারের দোকান বন্ধ


নিজস্ব প্রতিবেদক মার্চ ২২, ২০২০, ০৩:৩৩ পিএম
ঢাকা দক্ষিণ সিটিতে হোটেল-রেস্টুরেন্টসহ সব খাবারের দোকান বন্ধ

ছবি: সংগৃহীত

ঢাকা: চীন থেকে ছড়ানো মহামারি করোনা ভাইরাস মোকাবেলায় হোটেল, রেস্টুরেন্ট, চায়ের দোকান, বেকারি, কনফেকশনারি, ফুচকা-চটপটির দোকানসহ ছোট বড় সব ধরনের খাবারের দোকান পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বন্ধ ঘোষণা করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। তবে খোলা থাকবে মুদি দোকান, হাসপাতাল, ব্যাংক-এটিএমবুথ, ফার্মেসি। 

রোববার (২২ মার্চ) সকালে, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ নির্দেশনা দেয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, জনস্বার্থে হাসপাতাল, ক্লিনিক, স্বাস্থ্যসেবা, ওষুধের দোকান, ব্যাংক-এটিএম বুথ, ফলের দোকান, মুদি দোকান খোলা থাকবে। একই সাথে কাঁচাবাজার যেমন, শাক-সবজি, কাঁচা তরিতরকারী, মাছ-মাংসের দোকান, স্টেশনারি, হার্ডওয়্যার, মোবাইল-ফ্লেক্সিলোডের দোকানসহ শুধুমাত্র নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দোকানপাট স্বাভাবিক সময় পর্যন্ত খোলা থাকবে।

আর এই নির্দেশ কেউ অমান্য করলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও উল্লেখ করা হয় বিজ্ঞপ্তিতে।

সোনালীনিউজ/এমএএইচ

Wordbridge School
Link copied!