• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

দৌড়ে চলন্ত ট্রেনে উঠতে গিয়ে হাত ফসকে অধ্যাপক নিহত


খুলনা প্রতিনিধি ফেব্রুয়ারি ২২, ২০২০, ০১:৩৯ পিএম
দৌড়ে চলন্ত ট্রেনে উঠতে গিয়ে হাত ফসকে অধ্যাপক নিহত

খুলনা : চলন্ত ট্রেনে দৌড়ে উঠতে গিয়ে হাত ফসকে মাথায় আঘাত পেয়ে প্রাণ হারিয়েছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) সদ্য অবসরপ্রাপ্ত সিনিয়র অধ্যাপক মিজানুর রহমান (৬৬)। 

শনিবার (২২ ফেব্রুয়ারি) ভোর সাড়ে ৬টায় খুলনা রেলওয়ে স্টেশনে এ দুর্ঘটনা ঘটে। অধ্যাপক মিজানুর রহমান খুবির সয়েল, ওয়াটার, এনভায়রনমেন্ট ডিসিপ্লিন থেকে জানুয়ারি মাসে অবসরে গেছেন।

খুবির জনসংযোগ ও প্রকাশনা বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) এস এম আতিয়ার রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। 

তিনি জানান, সকালে বেনাপোলগামী কমিউটার ট্রেন স্টেশন থেকে ছেড়ে দিলে তিনি স্টেশনে আসেন। চলন্ত ট্রেনে দ্রুত উঠতে গিয়ে হাত ফসকে পড়ে তিনি মাথায় আঘাত পান। পরে রেলওয়ে পুলিশ তাকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে তিনি মারা যান।

তিনি আরো জানান, প্রতিদিন সকালে তিনি মর্নিং ওয়াকে বের হন। শনিবার বন্ধুদের সঙ্গে কমিউটার ট্রেনে যশোর ঝিকরগাছা ফুল বাগান দেখতে যাওয়ার কথা ছিল তার।

সোনালীনিউজ/এএস

Wordbridge School
Link copied!