• ঢাকা
  • মঙ্গলবার, ১৯ মার্চ, ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

দ্রুত বিচার আইনের মেয়াদ বাড়ছে আরো পাঁচ বছর


নিজস্ব প্রতিবেদক জুন ২৫, ২০১৯, ০৯:২৯ পিএম
দ্রুত বিচার আইনের মেয়াদ বাড়ছে আরো পাঁচ বছর

ঢাকা : বহুল আলোচিত দ্রুত বিচার আইনের মেয়াদ আরেক দফা বাড়াতে সংসদে বিল উত্থাপন করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। 'আইনশৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) (সংশোধন) বিল ২০১৯' এ আইনটির মেয়াদ ৫ বছর বাড়িয়ে ২০২৪ সাল পর্যন্ত বহাল রাখার প্রস্তাব করা হয়েছে।

মঙ্গলবার (২৫ জুন) সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী এ বিলটি উত্থাপন করেন।

২০০২ সালে ২ বছর মেয়াদ রেখে এই আইন প্রথম প্রণয়ন করা হয়। এরপর প্রয়োজনীয়তার নিরিখে ৬ বারে আইনটি কার্যকারিতার মেয়াদ ১৫ বছর বৃদ্ধি করা হয়। সর্বশেষ ২০১৪ সালের ৭ এপ্রিল আইনটির মেয়াদ ৫ বছর বাড়ানো হয়েছিল। এর মেয়াদ গত ৯ এপ্রিল শেষ হয়ে যায়। এ জন্য আইনটির ধারাবাহিকতা রক্ষায় এবং দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও অধিকতর উন্নতির জন্য এ আইনের মেয়াদ বৃদ্ধির প্রস্তাব করে এ বিল আনা হয়েছে বিলে উল্লেখ করা হয়।

বিলের বিধান চলতি বছরের ১০ এপ্রিল থেকে কার্যকর করার প্রস্তাব করা হয়েছে।

পরীক্ষা-নিরীক্ষা করে ৭ কার্যদিবসের মধ্যে সংসদে রিপোর্ট প্রদানের জন্য বিলটি স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে প্রেরণ করা হয়।

সোনালীনিউজ/এমটিআই

Wordbridge School
Link copied!