• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ধর্ষণে নায়কের বোনের মৃত্যু : এক মানবিক বিপর্যয়!


ফেসবুক থেকে ডেস্ক জুলাই ১৮, ২০১৬, ০৭:১১ পিএম
ধর্ষণে নায়কের বোনের মৃত্যু : এক মানবিক বিপর্যয়!

দেশীয় সিনেমা নিয়ে নাক ছিটকানি সর্বত্র! যেন এ রীতিমত ফ্যাশনে রূপ নিয়েছে। তবে একসময় বাংলা চলচ্চিত্র অনেক উপভোগ্য ছিল! এখনও আছে তবে সেই ধারার কিছুটা আপডেট হয়েছে।

সোমবার (১৮ জুলাই) সান্ধ্য বিকেলে মনিরুল ইসলাম রানা এক ‘চলচ্চিত্র সমালোচক’ তার ফেসবুক ওয়ালে এ দেশীয় সিনেমার নানান উপভোগ্য(!) বিষয় নিয়ে একটি স্ট্যাটাস দিয়েছেন। কী ছিল তার সেই স্ট্যাটাসে... পড়ুন নিচের লিখাটি...  

‘অলস, ভাত ঘুমের বিকেল। বিছানায় শুয়ে শহীদুল জহির পড়ছিলাম, পাশে বসে আব্বা রিমোট টিপছেন; কানের মধ্যে হুট করেই বাংলা সিনেমার চিরচেনা সেই ক্ল্যাসিক আ... আহ আহহহ...

গত কয়েক দশকে এই আ... আ... আহহ... হচ্ছে বাণিজ্যিক সিনেমার সব চাইতে ক্ল্যাসিক কম্পোজিশন। এই একই সুরে নায়ক রাজ রাজ্জাক থেকে, আলমগীর, জসিম, নাঈম, সালমান শাহ, ওমর সানী, মান্না, শাকিব খান, আরেফিন শুভ, ইমন, নিলয়, বাপ্পি...

ভিলেনের গুলিতে মায়ের মৃত্যু অথবা উপর্যুপরি ধর্ষণের ফলে বোনের মৃত্যুতে চিরচেনা একই সুরে শোকে মূর্ছা যায়, কান্নায় আকাশ-বাতাস, পাতাল, গ্রহ-নক্ষত্র, সাগর-পাহাড় ভারি হয়ে ওঠে...এ এক মানবিক বিপর্যয়! আহহহহ...বাংলা সিনেমা

সব গল্পে নায়কের মা, না হয় বোনকে ধর্ষণের কারণে মরতে হয়! সিরিয়াসলি ক্ল্যাসিক!
গল্প দ্রুতগতি পায়, নায়ক এক ব্রিফকেস টাকা কুড়িয়ে পেয়েছে, ‘নায়কের সততা’ বাণিজ্যিক বাংলা সিনেমার অন্যতম ক্ল্যাসিক ‘উৎপাদন’। নায়ক পৃথিবীর সবচাইতে সৎ মানুষ, আগামীতে বাংলা সিনেমার নায়ক সততায় ISO সার্টিফিকেটও পাইতে পারে!

যাই হোক, সে টাকা নিয়ে থানায় গিয়ে দেখতে পায় পুলিশ খারাপ তাদের ওই কুড়িয়ে পাওয়া টাকা ফেরত দিলে পুলিশই খেয়ে ফেলবে, গোটা দেশে একজনও সৎ মানুষ না পেয়ে কোনো এক পীর বাবার মাজারে নায়ক টাকা নিয়ে যায়, মাজারের খাদেম দরবেশ নায়ককে বলেন, ‘দেখ বাবাজি এখানে কোন টাকা-পয়সা নেয়া হয় না তবে তোমার জীবন তোমাকে এই টাকা দিয়েছে, যাও ব্যবসা করো আর কোটিপতি হও’। কি অদ্ভূত ক্ল্যাসিক ফিলোসফি!

লিখতে লিখতে গল্প অনেক দূর এগিয়েছে, নায়ক এখন কোটিপতি। গ্রামে মাকে দেখতে গিয়ে দেখা হয়েছে ছোটবেলার হারিয়ে যাওয়া বন্ধুর সাথে; মামুন তুমি আমাকে চিনতে পারো নাই, আমি সুজন, হ্যাঁ রে আমি সুজন, মনে আছে ছোটবেলায় রেললাইনে তোমার পা আটকে গিয়েছিল; দুই বন্ধুর মিলনে আকাশ-বাতাস, পাতাল, গ্রহ-নক্ষত্র, সাগর-পাহাড়ে হাসি ফিরে আসে।

কি অদ্ভূত ক্ল্যাসিক! সেই ছোটবেলা থেকে দেখছি, সব নায়কের ছোটবেলায় কোনও না কোনও রেললাইনে পা আটকে যাচ্ছে! নায়ক রাজ রাজ্জাক থেকে, আলমগীর, জসিম, নাঈম, সালমান শাহ, ওমরসানী, মান্না, শাকিব খান, আরেফিন শুভ,ঈমন, নিলয়, বাপ্পি...(চলবে)


সোনালীনিউজ/ঢাকা/জেডআরসি

Wordbridge School
Link copied!