• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

নকল বাবাকে নিয়ে পাসপোর্ট করতে এসে ধরা রোহিঙ্গা তরুণী


বান্দরবান প্রতিনিধি সেপ্টেম্বর ১৯, ২০১৯, ০৯:৫৮ পিএম
নকল বাবাকে নিয়ে পাসপোর্ট করতে এসে ধরা রোহিঙ্গা তরুণী

বান্দরবান: পরিচয় গোপন করে ভুয়া নাম-ঠিকানা ব্যবহার করে পাসপোর্ট করাতে গিয়ে রোহিঙ্গা নারীসহ দুইজনকে আটক করেছে পুলিশ। 

বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে বান্দরবান থেকে তাদের আটক করা হয়।

তারা হলেন কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পের নিবন্ধিত রোহিঙ্গা জোসনা আক্তার (১৬) এবং বাবা পরিচয় দেয়া বান্দরবান শহরের ইসলামপুর এলাকার বাসিন্দা শহীদ আলম (৩২)।

পাসপোর্ট অফিস সূত্রে জানা যায়, জোসনা আক্তার এবং শহীদ আলম বান্দরবান পাসপোর্ট অফিসে পাসপোর্ট করাতে এলে তাদের আচরণে ও কথাবার্তায় সন্দেহ হয়। পরে তদন্ত করে রোহিঙ্গা প্রমাণিত হওয়ায় তাদের আটক করা হয়।

পাসপোর্ট অফিসের উপ-পরিচালক ফরিদ উদ্দিন আহমেদ বলেন, বান্দরবানের লামা উপজেলার ইয়াংছা এলাকার ঠিকানা ব্যবহার করে কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পের নিবন্ধিত রোহিঙ্গা জোসনা আক্তার বান্দরবান শহরের ইসলামপুর এলাকার বাসিন্দা শহীদ আলমকে বাবা পরিচয় দিয়ে পাসপোর্ট অফিসে আসে। পাসপোর্ট অফিসের কর্মকর্তাদের সন্দেহ হলে যাচাই-বাছাইয়ের পর রোহিঙ্গা প্রমাণিত হয় জোসনা। পরে তাদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

সোনালীনিউজ/এইচএন

Wordbridge School
Link copied!