• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

নতুন করে নিয়োগ পেলেন প্রধানমন্ত্রীর সেই পাঁচ উপদেষ্টা


নিজস্ব প্রতিবেদক জানুয়ারি ১৪, ২০১৯, ০৮:২৮ পিএম
নতুন করে নিয়োগ পেলেন প্রধানমন্ত্রীর সেই পাঁচ উপদেষ্টা

ঢাকা : প্রধানমন্ত্রী শেখ হাসিনার সেই পাঁচ উপদেষ্টাকেই নতুন করে নিয়োগ দেওয়া হয়েছে। সোমবার (১৪ জানুয়ারি) এই পাঁচজনকে ফের উপদেষ্টা নিয়োগ দিয়ে আদেশ জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ।

শেখ হাসিনার ওই উপদেষ্টারা হলেন- এইচ টি ইমাম, মসিউর রহমান, গওহর রিজভী, তৌফিক-ই-এলাহী চৌধুরী ও তারিক আহমেদ সিদ্দিক। তারা মন্ত্রীর পদমর্যাদা ও বেতনভাতা পাবেন। গত ৭ জানুয়ারি থেকে তাদের নিয়োগ কার্যকর হয়।

যে দায়িত্বে থাকছেন পাঁচ ‍উপদেষ্টা : আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও নির্বাচন পরিচালনা কমিটির কো-চেয়ারম্যান এইচ টি ইমাম রাজনৈতিক উপদেষ্টা হিসেবেই থাকছেন। মসিউর রহমানকে অর্থনৈতিক, গওহর বিজভীকে আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক এবং তৌফিক-ই-এলাহী চৌধুরীকে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা করা হয়েছে।

এ ছাড়া অবসরপ্রাপ্ত মেজর জেনারেল তারিক আহমেদ সিদ্দিককে নিরাপত্তা উপদেষ্টা হিসেবেই রেখেছেন প্রধানমন্ত্রী।

সোনালীনিউজ/ঢাকা/এইচএআর

Wordbridge School

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!