• ঢাকা
  • শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

নতুন মন্ত্রিসভার প্রথম বৈঠক ২১ জানুয়ারি


নিজস্ব প্রতিবেদক জানুয়ারি ১৪, ২০১৯, ০৫:১৫ পিএম
নতুন মন্ত্রিসভার প্রথম বৈঠক ২১ জানুয়ারি

ফাইল ছবি

ঢাকা : নতুন মন্ত্রিসভার প্রথম বৈঠক আগামী ২১ জানুয়ারি (সোমবার) অনুষ্ঠিত হবে। বিষয়টি নিশ্চিত করেন মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম। তিনি আরো জানান, তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে।

বৈঠকের আলোচ্যসূচি সম্পর্কে কিছু জানা না গেলেও পারস্পরিক শুভেচ্ছা বিনিময়ই হবে প্রথম বৈঠকের মূল বিষয়। এ বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সভাপতিত্ব করবেন। প্রধানমন্ত্রী বৈঠকে নতুন মন্ত্রিসভার সদস্যদের আগামীর পথচলার দিকনির্দেশনা দেবেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পর গত ৭ জানুয়ারি শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী করে নতুন সরকার গঠন করা হয়। এ সরকারে প্রধানমন্ত্রী ছাড়া ২৪ জন মন্ত্রী, ১৯ প্রতিমন্ত্রী এবং তিনজন উপমন্ত্রী রয়েছেন।

সোনালীনিউজ/ঢাকা/এইচএআর

Wordbridge School

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!