• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

নারী ও শিশু পাচার রোধে দমন আইন বাস্তবায়নের দাবি


নিজস্ব প্রতিবেদক, রংপুর জুন ২৯, ২০১৮, ০২:৩৪ পিএম
নারী ও শিশু পাচার রোধে দমন আইন বাস্তবায়নের দাবি

রংপুর : ‘মানব পাচার প্রতিরোধ ও দমন আইন ২০১২ বাস্তবায়ন’সহ নারী-শিশু পাচারে জড়িত অপরাধ চক্রের দ্রুত বিচারে বিশেষ ট্রাইব্যুনাল গঠনের জন্য দাবি জানিয়েছে নারী মৈত্রী। এজন্য শিশুপাচার বন্ধে ও শিশু সুরক্ষায় প্রশাসনের নিয়মিত মনিটরিংয়ের পাশাপাশি জনপ্রতিনিধিদের দায়িত্বশীল ভুমিকা পালনের আহ্বান জানিয়েছে সংগঠনটি।

শুক্রবার সকালে (২৯ জুন) রংপুর রিপোর্টার্স ক্লাব মিলনায়তনে শিশু পাচার ও শিশুর প্রতি সকল প্রকার সহিংসতা রোধ শীর্ষক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।

পিসিটিএসসিএম-নারী মৈত্রীর প্রজেক্ট কো-অর্ডিনেটর মোমেনুল হক মোমেন সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলেন,  দক্ষিণ এশিয়ার মধ্যে বাংলাদেশে তুলনামূলকভাবে মানব পাচার বেড়ে চলেছে। বিশেষ করে নারী ও শিশুরা এই চক্রের শিকার হচ্ছে। কর্মসংস্থানের অভাব, বেকারত্ব ও দারিদ্রতার সুযোগে একটি আর্ন্তজাতিক চক্র বিভিন্ন প্রলোভন দেখিয়ে গ্রামগঞ্জের শহরমূখী নারী ও শিশুদের পাচার করছে।

পাচার হওয়া নারী-শিশু ও কিশোরদের দেশ ও দেশের বাইরে পাঠিয়ে তাদেরকে যৌন অপরাধে জড়ানোর পাশাপাশি মাদক বিক্রি, মাদককারবারি, মাদক সেবন, চুরি-ডাকাতি-ছিনতাইসহ ঝুঁকিপূর্ণ কাজ করতে বাধ্য করা হচ্ছে। দেশের সীমান্তবর্তী এলাকাগুলো থেকে মানব পাচারের ঘটনা বেশি ঘটছে বলেও জানান তিনি।  

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন রিপোর্টার্স ক্লাবের সভাপতি আব্দুল হালিম আনছারী, সাধারণ সম্পাদক শাহ্ বায়েজীদ আহম্মেদ, কোষাধ্যক্ষ ফরহাদুজ্জামান ফারুক, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক হারুন উর রশিদ সোহেল, দপ্তর সম্পাদক আসাদুজ্জামান আফজাল, কার্যকরি সদস্য হারুন অর রশিদ, আমিরুল ইসলাম, আফরোজা বেগম, সদস্য শীতুজ্জামান শীতু, এসএম ইকবাল সুমন, খন্দকার মিলন আল মামুন, শাহিন আলম, আইনজীবী গোলাম মাওলা চৌধুরি প্রমুখ।

সংবাদ সম্মেলন থেকে নারী-শিশু পাচার রোধ ও শিশু সুরক্ষা নীতিমালা বাস্তবায়নে প্রশাসন, জনপ্রতিনিধি ও গণমাধ্যমকে সামজিক দায়বদ্ধতার অংশ হিসেবে আরো জোরোলো ভূমিকা পালনের আহ্বান জানানো হয়। এসময় ২০১২ সালের প্রস্তাবিত মানবপাচার প্রতিরোধ ও দমন আইন বাস্তবায়ন ও ভুক্তভোগীদের জন্য তহবিল গঠনে সরকারের মন্ত্রাণালয়সহ সংশ্লিষ্টদের প্রতি দাবি জানায় নারী মৈত্রীর কর্মকর্তারা।

সোনালীনিউজ/এমটিআই

Wordbridge School
Link copied!