• ঢাকা
  • শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

নুসরাত হত্যা: জবানবন্দি ভিডিও করে ছড়িয়ে দিয়েছিলেন ‘ওসি’


নিজস্ব প্রতিবেদক মে ২৬, ২০১৯, ০৭:৫৯ পিএম
নুসরাত হত্যা: জবানবন্দি ভিডিও করে ছড়িয়ে দিয়েছিলেন ‘ওসি’

ঢাকা: বহুল আলোচিত ফেনীর সোনাগাজী থানার সাবেক ওসি মোয়াজ্জেম হোসেনের বিরুদ্ধে মাদ্রাসাছাত্রী নুসরাত জাহানের জবানবন্দি রেকর্ড করে সেটা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়ার অভিযোগের সত্যতা মিলেছে বলে জানিয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

ডিজিটাল নিরাপত্তা আইনের মামালায় তারা এসব অভিযোগের সত্যতা পেয়েছে বলে জানান পিবিআই সদর দপ্তরের সিনিয়র এএসপি রিমা সুলতানা।

শনিবার (২৫ মে) তদন্ত শেষে সব তথ্য প্রমান প্রতিবেদন আকারে সাইবার ট্রাইব্যুনালে জমা দেয়া হয়। প্রতিবেদনটি আদালতে জমা দেন এএসপি রিমা সুলতানা।

তিনি বলেন, তদন্তের সব তথ্য উপাত্তা যাচাই বাছাই শেষে ওই ওসির বিরুদ্ধে থানায় নুসরাত জাহানের জবানবন্দির বক্তব্য ভিডিও করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়ে দেয়াসহ প্রত্যেকটি অভিযোগের সত্যতা পাওয়া গেছে।

এদিকে মামলার বাদী ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন আদালতে আইনানুযায়ী মোয়াজ্জেম হোসেনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির জন্য আবেদন করবেন বলে জানিয়েছেন।

গত ১৫ এপ্রিল ফেনীর সোনাগাজী মডেল থানার পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোয়াজ্জেম হোসেনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন। অভিযোগটি মামলা হিসেবে গ্রহণ করে পিবিআই-কে তদন্তের নির্দেশ দেন আদালত।

গত ২৭ মার্চ মাদ্রাসার অধ্যক্ষ সিরাজ উদদৌলার বিরুদ্ধে যৌন নিপীড়নের করেন অভিযোগ করেন নুসরাত। এ বিষয়ে জিজ্ঞাসাবাদ করতে দুজনকে থানায় নিয়ে যান ওসি মোয়াজ্জেম হোসেন এবং সেখানে তিনি ‘নিয়ম ভেঙে নুসরাতের মৌখিক অভিযোগ ভিডিও করেন’।

এরপর গত ৬ এপ্রিল সকালে রাফি আলিম পরীক্ষা দিতে সোনাগাজী ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদরাসায় যান। সেখানে মুখ ঢাকা কয়েকজন তাকে অধ্যক্ষ সিরাজ উদ দৌলার বিরুদ্ধে মামলা ও অভিযোগ তুলে নিতে চাপ দেয়। নুসরাত অস্বীকৃতি জানালে তার গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে পালিয়ে যায় হামলাকারীরা। পরে ১০ এপ্রিল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান নুসরাত।

সোনালীনিউজ/এমএইচএম

Wordbridge School

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!