• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

নুসরাতকে আগুন দিয়ে হত্যাচেষ্টা: সেই অধ্যক্ষ ৭ দিনের রিমান্ডে


ফেনী প্রতিনিধি এপ্রিল ১০, ২০১৯, ০১:১৯ পিএম
নুসরাতকে আগুন দিয়ে হত্যাচেষ্টা: সেই অধ্যক্ষ ৭ দিনের রিমান্ডে

ফেনীর সোনাগাজী মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান রাফিকে কেরাসিন ঢেলে আগুন দিয়ে হত্যাচেষ্টার প্রধান আসামি অধ্যক্ষ সিরাজ-উদ-দৌলা, শিক্ষক আফছার উদ্দিন ও সহপাঠী আরিফকে রিমান্ডের নেওয়ার আদেশ দিয়েছেন আদালত। এদের মধ্যে সিরাজ-উদ-দৌলাকে ৭ দিনের এবং শিক্ষক আফছার উদ্দিন ও সহপাঠী আরিফকে ৫ দিন করে রিমান্ডের আদেশ মঞ্জুর করা হয়।

বুধবার (১০ এপ্রিল) দুপুরে জেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শরাফ উদ্দিন আহমেদ রিমান্ডের এ আদেশ দেন।

এর আগে, মামলার তদন্ত কর্মকর্তা ও সোনাগাজী মডেল থানার ওসি (তদন্ত) কামাল হোসেন আসামিদের আদালতে হাজির করে তাদের প্রত্যেককে ৭ দিন করে রিমান্ডের আবেদন জানান। শুনানি শেষে সিরাজ-উদ-দৌলাকে ৭ দিনের এবং শিক্ষক আফছার উদ্দিন ও সহপাঠী আরিফকে ৫ দিন করে রিমান্ডের আদেশ মঞ্জুর করেন আদালত।

এ ছাড়া এ মামলায় জুবায়ের ও অধ্যক্ষের শ্যালিকার মেয়ে উম্মে সুলতানা পপিকে ৭ দিনের রিমান্ড চেয়ে আদালতের তোলার কথা রয়েছে বলে জানিয়েছেন মামলার তদন্তকারী কর্মকর্তা কামাল হোসেন।

গত শনিবার আলিম পরীক্ষায় অংশ নিতে ফেনীর সোনাগাজী উপজেলার সোনাগাজী ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসা কেন্দ্রে গেলে দুর্বৃত্তরা ওই ছাত্রীকে ছাদে ডেকে নিয়ে যায়। এরপর ওই মাদ্রাসার অধ্যক্ষের বিরুদ্ধে তার দেওয়া শ্লীলতাহানির অভিযোগ তুলে নিতে বলে। সে রাজি না হলে দুর্বৃত্তরা তার গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয়। গুরুতর দগ্ধ অবস্থায় বর্তমানে নুসরাত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন রয়েছেন।


সোনালীনিউজ/ঢাকা/আকন

Wordbridge School
Link copied!