• ঢাকা
  • শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

পলিথিনে পেঁচানো ড্রেনে ফেলা নবজাতককে বাঁচালো কুকুর


আন্তর্জাতিক ডেস্ক জুলাই ২১, ২০১৯, ০৫:৪৭ পিএম
পলিথিনে পেঁচানো ড্রেনে ফেলা নবজাতককে বাঁচালো কুকুর

ঢাকা: পলিথিনে পেঁচানো ড্রেনে ফেলা এক নবজাত শিশুকে টেনে এনে প্রাণে বাঁচালো কুকুর। শিশুটিকে এক নারী প্লাস্টিকের পলিথিনে পেঁচিয়ে ড্রেনে ফেলে গিয়েছিলেন। এই ঘটনার পুরো দৃশ্য সিসিটিভিতে ধারন হয়েছে। ভারতের হরিয়ানায় ঘটেছে এই ঘটনা।

ভিডিও ফুটেজে দেখা যায়, এক নারী একটি ব্যাগে করে শিশুটিকে ড্রেনে ফেলে দিয়ে যায়। এরপর কয়েকটি কুকুর ব্যাগটি ড্রেন থেকে তুলে উপরে আনে এবং মানুষের উদ্দেশ্যে ঘেউ ঘেউ করতে শুরু করে। স্থানীয় কয়েকজন এরপর বিষয়টি পুলিশকে জানায়।

বর্তমানে শিশুটি সিভিল হাসপাতালে ভর্তি করা হয়েছে। ওই হাসপাতালের চিকিৎসক দিনেশ কানসাল বলেন, শিশুটি মাথায় আঘাত পেয়েছে এবং তার চিকিৎসা চলছে।

হরিয়ানার পুলিশ জানায়, বৃহস্পতিবার ভোর ৪ টা নাগাদ এ ঘটনা ঘটেছে। শিশুটির মা’কে বের করতে অনুসন্ধান চলছে। তথ্যসূত্র: এনডিটিভি, ইন্ডিয়া টুডে।

সোনালীনিউজ/এইচএন

Wordbridge School
Link copied!