• ঢাকা
  • শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

পশ্চিমবঙ্গ ৩১ মার্চ পর্যন্ত লকডাউন


আন্তর্জাতিক ডেস্ক মার্চ ২৪, ২০২০, ০৬:১৬ পিএম
পশ্চিমবঙ্গ ৩১ মার্চ পর্যন্ত লকডাউন

ঢাকা: করোনার প্রাদুর্ভাব এড়াতে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য ৩১ মার্চ পর্যন্ত লকডাউন ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (২৪ মার্চ) পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এ ঘোষণা দেন। 

এর আগে ২৭ মার্চ পর্যন্ত পশ্চিমবঙ্গ লকডাউন ঘোষণা করা হয়েছিল। লকডাউনের সময় বাড়লেও অত্যাবশ্যকীয় পণ্য ও পরিষেবায় বাধা নয় বলে জানান মুখ্যমন্ত্রী। উদ্ভূত পরিস্থিতির কথা বিবেচনা করে লকডাউনের মেয়াদ বৃদ্ধি করা হয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী। পুলিশ কমিশনারকে নিয়ে কলকাতা শহর পরিদর্শনও করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। খবর এই সময়ের

মুখ্যমন্ত্রী বলেন, বাজারে গিয়ে ভিড় করবেন না। এতে সংক্রমণ ছড়াবে। দূরত্ব রেখে বাজারে কেনাকাটার পরামর্শ দেন তিনি। এছাড়াও অকারণে বাড়িতে জিনিস মজুতে নিষেধ করেছেন তিনি।

লকডাউনের সময় নাগরিকদের বাড়িতে থাকার পরামর্শ দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

সোনালীনিউজ/টিআই

Wordbridge School
Link copied!