• ঢাকা
  • শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

পাকিস্তানে রূপান্তরকামীর হাতে প্রথম ড্রাইভিং লাইসেন্স!


আন্তর্জাতিক ডেস্ক নভেম্বর ২৮, ২০১৮, ০৯:২১ পিএম
পাকিস্তানে রূপান্তরকামীর হাতে প্রথম ড্রাইভিং লাইসেন্স!

ঢাকা : কোনো রূপান্তরকামী মহিলাকে প্রথমবারের মতো গাড়ি চালানোর অনুমতি দিল পাকিস্তান। দেশের ইতিহাসে এই প্রথম রূপান্তরকামী কোনো নাগরিকের হাতে তুলে দেওয়া হল ড্রাইভিং লাইসেন্স।

ইসলামাবাদ ট্রাফিক পুলিশের (ITP) তরফ থেকে মঙ্গলবার লায়লা আলির হাতে ড্রাইভিং লাইসেন্স তুলে দেওয়া হয়। গত ১০ বছর ধরে বিনা লাইসেন্সে গাড়ি চালাচ্ছেন লায়লা।

ড্রাইভিং লাইসেন্সের জন্য ইসলামাবাদ পুলিশের প্রধানের দ্বারস্থ হন তিনি। লাইসেন্স ছাড়া গাড়ি চালাতে গিয়ে পুলিশি হেনস্থা নিয়েও অভিযোগ জানান। এরপরই লাইসেন্স দেওয়ার বিষয়ে সম্মতি দেন পুলিশ চিফ।

অন্য রূপান্তরকামীদের লাইসেন্স দেওয়ার বিষয়েও দ্রুত সিদ্ধান্তের আশ্বাস দেওয়া হয়েছে। কমপক্ষে ৫ লাখ ট্রান্সজেন্ডার বা রূপান্তরকামী রয়েছেন পাকিস্তানে। গত মে মাসে ট্রান্সজেন্ডার প্রোটেকশন রাইট বিল পাশ হয় দেশটির সংসদে।

সোনালীনিউজ/এমটিআই

Wordbridge School
Link copied!