• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

পুজোর থিম সং: কেন্দ্রকে বিঁধলেন নচিকেতা


বিনোদন প্রতিবেদক আগস্ট ২০, ২০১৮, ০১:৩৩ পিএম
পুজোর থিম সং: কেন্দ্রকে বিঁধলেন নচিকেতা

ঢাকা :এই প্রথমবার দুর্গাপুজোর থিম সং গাইলেন নচিকেতা। গানের কথা, সুরও তাঁরই। উত্তর ২৪ পরগনার পানিহাটির উদয়ন সংঘের পুজো মণ্ডপের এই থিম সং প্রকাশিত হল রবিবার। আর সেই গানে রাজনীতির ছোঁয়া।

সরাসরি শিল্পীর কাছে জানতে চাওয়া হয়েছিল কেন পুজোর গানে রাজনীতি। স্পষ্টবক্তা নচিকেতার জবাব, ‘‘পুজো মানুষের জীবনের থেকে বিচ্ছিন্ন কোনও উৎসব তো নয়। পুজোতে আমরা আনন্দ করি বা যাই করি তাতে একটা সামাজিক বার্তা সবসময় থাকা উচিত বলে আমি মনে করি। সেই চিন্তা থেকেই এই থিম সং।’

এরপরই নচিকেতার বক্তব্য, ‘অনেকে মানে প্রাচীনপন্থীরা প্রশ্ন করতে পারেন পুজোর গানের মধ্যে কেন রাজনৈতিক ভাবনা ঢোকানো হল? দেখুন রাজনীতি, অর্থনীতি কিংবা সমাজনীতি বাদ দিয়ে কিছুই হয় না। রাজনীতি, অর্থনীতি বা সমাজনীতি হল তিনটে পিলার। এই পিলারের উপরই দাঁড়িয়ে রয়েছে ভক্তি, শ্রদ্ধা সবকিছু৷ আর তা ছাড়া কাউকে না কাউকে তো নতুন কিছু শুরু করতেই হয়৷ সেটা না হয় আমিই করলাম৷’’

তবে এই থিম সং-এ কিন্তু কেন্দ্রীয় সরকারের প্রত্যক্ষ বিরোধীতা রয়েছে। তা নিয়ে ইতিমধ্যে সমালোচনাও হচ্ছে। যদিও নচিকেতা এসব সমালোচনা-টমালোচনার ধার কোনও দিনই ধারেন না।  বললেন, ‘‘বিজেপিশাসিত কেন্দ্রীয় সরকারের জন্য আমরা রাজ্যবাসী অত্যন্ত খারাপ অবস্থার মধ্যে আছি। আমাদের রাজ্য কেন্দ্রের থেকে কোনও সুযোগ-সুবিধা পায় না।  টাকাটাও দেয় না। আমরা যে খারাপ আছি এর থেকে বড় সত্যি তো আর কিছু নেই!’
 
পানিহাটির উদয়ন সংঘ উত্তর ২৪ পরগনার বড় পুজোগুলির মধ্যে অন্যতম৷ তাঁদের এ বছরের পুজোর থিম মহাশ্বেতা দেবীর ‘হাজার চুরাশির মা’৷ সেই থিমকে মাথায় রেখেই তৈরি হয়েছে থিম সংটিও। নচিকেতার কলমের ধারে তা যেন আরও ধারালো৷ সদ্য সঙ্গীত জীবনের ২৫ বছর পূর্ণ করেছেন নচিকেতা। এদিন তাঁকে সংবর্ধনা দেন বিধানসভার মুখ্য সচেতক তথা পানিহাটির বিধায়ক নির্মল ঘোষ।

একটা সময় গৌতম চট্টোপাধ্যায়ের হাত ধরে বাংলা গানের জগতে যে রেনেসাঁর সৃষ্টি হয় সুমন, অঞ্জন, নচিকেতার হাত ধরে তা এগিয়ে চলেছিল৷ একটা ছেলে মাথার চুলগুলো এলোমেলো, রংচটা জিন্স, ঢিলঢিলে শার্ট আর হাতে ব্রহ্মাস্ত্র-গিটার৷ তা নিয়ে হাজার হাজার ছেলে-মেয়ের মনে দাগ কেটেছিল৷

আরও পড়ুন: ব্রোঞ্জ জিতে এশিয়ান গেমসে অভিযান শুরু ভারতের

আজও নীলাঞ্জনা, শতাব্দীরা অগোচরে নিঃশ্বাস ফেলে বহু তরুণের মনে৷ আজও নিজের প্রেমিকের মধ্যে আদিত্য সেনের মতো ছেলেদেরই খোঁজে বহু তন্বী হৃদয়৷ আর এভাবেই আজও প্রেমহীন বাঙালির মনের জানলার কাঁচে আলগোছে টোকা মেরে যায় নচিকেতার সেদিনের একের পর এক হিট গান৷

সোনালীনিউজ/বিএইচ

Wordbridge School
Link copied!