• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

প্রার্থীদের এজেন্টদের বাড়ি থেকে ডেকে আনা ইসির কাজ নয়


নিজস্ব প্রতিবেদক জানুয়ারি ২২, ২০২০, ০৭:০৭ পিএম
প্রার্থীদের এজেন্টদের বাড়ি থেকে ডেকে আনা ইসির কাজ নয়

ঢাকা: প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা বলেছন, প্রার্থীদের এজেন্টকে বাড়ি থেকে ডেকে এনে কেন্দ্রে প্রবেশ করানোর দায়িত্ব ইসির না, তবে কোনো এজেন্টকে কেউ বাধা দিলে কিংবা কেন্দ্র থেকে বের করতে চাইলে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। বুধবার (২২ জানুয়ারি) নির্বাচন কমিশনের সচিবালয়ে এক বৈঠক শেষে  তিনি এ কথা জানান। 

তিনি বলেন, ইভিএমের মাধ্যমে নির্ভেজাল নির্বাচন হবে। ভোটের বাক্স ছিনতাই ও জাল ভোট বন্ধ করতেই ইভিএমের মাধ্যমে নির্বাচন হচ্ছে। 

প্রধান নির্বাচন কমিশনার বলেন, ইভিএমে ভোট হলে ভুয়া কোনো ভোটার ভোট দিতে পারবে না। 

এ সময় কে এম নূরুল হুদার সভাপতিত্বে ইসিতে এ বৈঠকে চার নির্বাচন কমিশনার, পুলিশের মহাপরিদর্শক (আইজি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারি ও র‌্যাবের মহাপরিচালক বেনজীর আহমদসহ আইনশৃঙ্খলা বাহিনীর শীর্ষ কর্মকর্তারা অংশ নেন।

সোনালীনিউজ/এমএএইচ

Wordbridge School
Link copied!