• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে সোনার মানুষ চাই: শিক্ষামন্ত্রী


সিলেট প্রতিনিধি ফেব্রুয়ারি ২৩, ২০২০, ০৭:৪২ পিএম
বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে সোনার মানুষ চাই: শিক্ষামন্ত্রী

সিলেট: শিক্ষামন্ত্রী ডা: দীপু মনি বলেছেন, বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে সোনার মানুষ চাই। সোনার মানুষ গড়তে সততা নৈতিকতা সাহসিকতা ও পরোপকারী হতে হবে। শিক্ষার্থীদর শুধু জিপিএ ফাইভ এর পেছনে দৌঁড়ালে হবেনা, পড়ালেখার পাশাপাশি খেলাধুলা ও সাহিত্যে মনোনিবেশ করতে হবে।

রোববার ((২৩ ফেব্রুয়ারি) বেলা ২টায় ওসমানীনগর উপজেলার পশ্চিম পৈলনপুর ইউনিয়নের ওসমানীনগর মডেল উচ্চ বিদ্যালয় মাঠে প্রবাসী বালাগঞ্জ-ওসমানীনগর এডুকেশন ট্রাস্ট ইউ কে এর বার্ষিক বৃত্তি বিতরণ-২০২০ উপলক্ষ্যে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

শিক্ষামন্ত্রী শিক্ষকদের উদ্দেশ্যে বলেন, শিক্ষকদের কোচিং বাণিজ্য থেকে দূরে থাকতে হবে। নিজের কোচিং এ না পড়লে শিক্ষার্থীদের ফেল করে দিবেন না। আর্থিক সুবিধা নিয়ে তাদের কে নোটবই কিনতে বাধ্য করবেন না। সহায়ক বই পড়াতে পারেন তবে তা হতে হবে সরকার অনুমোদিত। শিক্ষকদের উচিৎ হবে নিজের দায়িত্ব সম্পর্কে আরো যত্নবান হওয়া। দেশের শিক্ষা উন্নয়নে সরকার যতেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

ট্রাস্টের চেয়ারপার্সন রবিন পালের সভাপতিত্বে অনুষ্টিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সাবেক গণ পরিষদ সদস্য ও সিলেট জেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড. লুৎফুর রহমান, সংসদ সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরী কয়েছ, মোকাব্বির খান, গাজী শাহনেওয়াজ (মিলাদ গাজী), সাবেক এমপি শফিকুর রহমান চৌধুরী, সিলেট জেলা পুলিশের এসপি ফরিদ উদ্দিন।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বালাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মস্তাকুর রহমান মফুর, সাবেক ইউপি চেয়ারম্যান কবির উদ্দিন আহমদ, আতাউর রহমান, বর্তমান চেয়ারম্যান আনহার মিয়া, বালাগঞ্জ ডিগ্রী কলেজের অধ্যক্ষ লিয়াকত শাহ ফরিদী, তাজপুর ডিগ্রী কলেজের অধ্যক্ষ মনু মিয়া, শাহ্জালাল বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক রাজিক মিয়া, অধ্যাপক আবুল কালাম আজাদ, মডেল উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ডা. শাকির আহমদ শাহিন, আ’লীগ নেতা আতাউর রহমান রজব। সভায় কোরআন থেকে তেলাওয়াত করেন বিদ্যালয়ের শিক্ষার্থী সাইফুর রহমান, গীতা পাঠ করেন, সৃষ্টি জ্যোতি দেব।

১৯৯০ সালে তৎকালীন বালাগঞ্জ উপজেলার যুক্তরাজ্য প্রবাসীদের নিয়ে প্রতিষ্ঠিত প্রবাসী ট্রাস্ট থেকে প্রতিবার বালাগঞ্জ ও ওসমানীনগর উপজেলার স্কুল, কলেজ, মাদরাসার বৃত্তি দেয়া হয়। তারই ধারাবাহিকতায় এবার প্রায় ১হাজার শিক্ষার্থীদের মধ্যে প্রায় ৪০ লক্ষ টাকার বৃত্তি প্রদান করা হয়।

সোনালীনিউজ/এইচএন

Wordbridge School
Link copied!