• ঢাকা
  • শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বন্যায় পাকিস্তানে ৫৩ জনের মৃত্যু


নিজস্ব প্রতিবেদক এপ্রিল ৪, ২০১৬, ০১:৩৮ পিএম
বন্যায় পাকিস্তানে ৫৩ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে ভারী বৃষ্টির কারণে সৃষ্ট আকস্মিক বন্যায় ৫৩ জনের মৃত্যু হয়েছে। খবর বিবিসির।

খাইবার পাখতুনখুয়া, কাশ্মীর এবং গিলগিট-বালতিস্তান প্রদেশে ভারী বৃষ্টিপাতের কারণে শনিবার আকস্মিক বন্যা দেখা দেয়। শীতকালীন এই বন্যা পরিস্থিতিতে সাধারণ জনগণের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বেশ কিছু এলাকা বন্যার পানিতে তলিয়ে যাওয়ায় ওই এলাকার বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ।

জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা লতিফুর রেহমান জানান, ভারী বৃষ্টিপাতের কারণে সংঘটিত বেশ কিছু দুর্ঘটনায় ৫৩ জন প্রাণ হারিয়েছে এবং আহত হয়েছে আরো বহু মানুষ। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, দুর্যোগপ্রবণ এলাকা থেকে বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে। এছাড়া বিভিন্ন এলাকায় ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।

তবে কর্মকর্তাদের এসব দাবী অস্বীকার করেছে স্থানীয় বাসিন্দারা। তারা জানান, আমরা বন্যাকবলিত এলাকা থেকে নিজেরাই অন্যত্র চলে এসেছি। সরকার আমাদের সাহায্যে এগিয়ে আসেনি।

সোনালীনিউজ/এমএইউ

Wordbridge School
Link copied!