• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বরিশালে সিটি ভোটের পোস্টার অপসারন শুরু


বরিশাল ব্যুরো আগস্ট ৪, ২০১৮, ০৯:১৬ পিএম
বরিশালে সিটি ভোটের পোস্টার অপসারন শুরু

বরিশাল : বরিশাল সিটি নির্বাচনে প্রার্থীদের নির্বাচনী পোস্টার-ব্যানার অপসারণ কার্যক্রম শুরু করেছে সিটি করপোরেশন।  করপোরেশনের পরিচ্ছন্নতা বিভাগ এ কার্যক্রম শুরু করে। সংশ্লিস্টরা জানিয়েছে, পোস্টার-ব্যানার অপসারনে চলতি সপ্তাহ লেগে যেতে পারে।

৩০ জুলাই সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হলেও এর রেশ এখনও কাটেনি। তাই নির্বাচনের চারদিন পর শুক্রবার থেকে নগরের বিভিন্ন সড়কের ওপর সাটানো পোস্টার-ব্যানার অপসারণ কার্যক্রম শুরু করা হয়। নগরীর সদর রোড, বগুড়া, নবগ্রাম রোডে পোস্টার অপসারণ চলছে। করপোরেশনের ট্রাক ও ভ্যানের সাহায্যে অপসারণ কার্যক্রমে পরিচ্ছন্ন কর্মীরা অংশ নেন।

করপোরেশনের পরিচ্ছন্ন কর্মকর্তা দীপক লাল মৃধা বলেন, প্রধান সড়কগুলোর পাশাপাশি, অলিতে-গলিতে থাকা পোস্টারও অপসারণ করা হবে। তবে কয়েকদিন সময় লাগতে পারে।

এব্যপারে সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. ওয়াহিদুজ্জান বলেন, ভোটের পর পোস্টার, ব্যানার নগরী সৌন্দর্য্য বিনস্ট করছিল। তাই পরিচ্ছন্নতা বিভাগকে দ্রুত পোস্টার অপসারণ করার নির্দেশ দেয়া হয়েছে। তারা মাঠে কাজও করছে। এ সপ্তাহের মধ্যে এগুলো অপসারন করা হবে।

সোনালীনিউজ/এমটিআই

Wordbridge School
Link copied!