• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বরিশালে স্বাস্থ্যবিধি অমান্য করায় ৫ জনকে অর্থদণ্ড


বরিশাল প্রতিনিধি জুন ১১, ২০২০, ১০:৫৯ পিএম
বরিশালে স্বাস্থ্যবিধি অমান্য করায় ৫ জনকে অর্থদণ্ড

ফাইল ছবি

বরিশাল: শারীরিক দূরত্ব উপেক্ষা, মাস্ক না পরা ও জনসমক্ষে ধূমপান করার অপরাধে বরিশাল নগরীতে ৫ জনকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত বরিশাল নগরের নথুল্লাবাদ বাস টার্মিনালসহ বিভিন্ন স্থানে এই অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুল হুদা।

সরকার ঘোষিত স্বাস্থ্যবিধি না মেনে শারীরিক দূরত্ব উপেক্ষা করায় শাহ আলম ও মো. রানাকে ১ হাজার ৫শ' টাকা, জনসমক্ষে ধূমপান করায় মিলনকে ৩শ’ টাকা এবং মাস্ক না পরায় সাব্বির ও মিলনকে ১ হাজার টাকা জরিমানা করা হয়।

বরিশাল মেট্রোপলিটন পুলিশ সদস্যদের সহযোগিতায় অভিযানে বিআরটিএ'র পরিদর্শক ইকবাল আহমেদ উপস্থিত ছিলেন। অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুল হুদা জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সোনালীনিউজ/এমএএইচ

Wordbridge School
Link copied!