• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

বাবার সঙ্গে দেখা করে ঘরে ফেরা হলো না তাদের


ময়মনসিংহ প্রতিনিধি ডিসেম্বর ২৬, ২০১৮, ০১:৩০ পিএম
বাবার সঙ্গে দেখা করে ঘরে ফেরা হলো না তাদের

ময়মনসিংহ: জেলার নান্দাইলে ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহতরা হলেন, নরসিংদীর বেলাবো উপজেলার চরবাঘবের গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে রিপন (১৪) ও ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার জেঠা গ্রামের মৃত আলম মিয়ার ছেলে শরীফ মিয়া (২৭)।

বুধবার (২৬ ডিসেম্বর) সকালে উপজেলার মোয়াজ্জেমপুর ইউনিয়নের আটকাপাড়া চাপটা এলাকার কিশোরগঞ্জ-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মরদেহ উদ্ধার করে থানা হেফাজতে নিয়েছে পুলিশ।

নান্দাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম মিঞা জানান, ‘নিহতদের বাড়ি নরসিংদীর বেলাবো ও ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায়। রিপনের বাবা ময়মনসিংহে কাজ করেন। সেই সুবাদে বাবার সঙ্গে দেখা করতে তারা ময়মনসিংহে এসেছিলেন। পরে সকালে বাড়ি ফেরার পথে নান্দাইল উপজেলার মোয়াজ্জেমপুর ইউনিয়নের আটকাপাড়া এলাকার কিশোরগঞ্জ-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কে পৌঁছলে পেছন থেকে মালবাহী একটি ট্রাক তাদের মোটরসাইকেলকে চাপা দেয়।’

তিনি জানান, ‘এসময় ঘটনাস্থলেই ওই দুজনের মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। ঘাতক ট্রাকটিকে পুলিশ আটক করেছে।’

এদিকে দুর্ঘটনার খবর পেয়ে ময়মনসিংহ-৯ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আবেদীন খাঁন তুহিন ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি এই আসনে আওয়ামী লীগ (মহাজোট) মনোনীত নৌকার প্রার্থী।


সোনালীনিউজ/ঢাকা/আকন

Wordbridge School
Link copied!