• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বাহুবলে ৪ শিশু হত্যা: মূলনথি না থাকায় চার্জশিট গ্র


নিজস্ব প্রতিবেদক এপ্রিল ২৫, ২০১৬, ১০:৩৬ পিএম
বাহুবলে ৪ শিশু হত্যা: মূলনথি না থাকায় চার্জশিট গ্র

হবিগঞ্জ প্রতিনিধি

হবিগঞ্জের বাহুবল উপজেলা সুন্দ্রাটিকি গ্রামের আলোচিত ৪ শিশু হত্যা মামলার অভিযোগপত্রের (চার্জশিট) মূলনথি না থাকায় তা গ্রহণ করেননি আদালত।

সোমবার দুপুর সাড়ে ১২টায় হবিগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শামসাদ বেগমের আদালতে এ মামলার শুনানি হয়।

শুনানি শেষে আদালত চার্জশিট গ্রহণ না করে মূলনথি উপস্থাপনের জন্য আগামী ৫ মে মামলার পরবর্তী তারিখ নির্ধারণ করেন।

মামলার বাদীপক্ষের আইনজীবী ত্রিলোক কান্তি চৌধুরী বিজন সাংবাদিকদের জানান, আসামিদের জামিন আবেদনের জন্য চার্জশিটের মূল নথি ইতোপূর্বে দায়রা জজ আদালতে নেওয়া হয়। ফলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে তা উপস্থাপন করা সম্ভব হয়নি।

গত ৫ এপ্রিল মামলার তদন্ত কর্মকর্তা জেলা গোয়েন্দা পুলিশের সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোকতাদির হোসেন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. কাউছার আলমের আদালতে ৯ জনকে আসামি করে ওই মামলার চার্জশিট জমা দেন।

গত ১২ ফেব্রুয়ারি সন্ধ্যায় সুন্দ্রাটিকি গ্রামের ওই ৪ শিশুকে অপহরণ করা হয়। ৫ দিন পর ১৭ ফেব্রুয়ারি সকালে গ্রাম থেকে প্রায় ২ কিলোমিটার দূরের ইছারবিল খালের পাশে বালুচাপা দেওয়া অবস্থায় তাদের মৃতদেহ উদ্ধার করা হয়।

সোনালীনিউজ/এমএইউ

Wordbridge School
Link copied!