• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বিজয় দিবস পার হলেও ভালোবাসার ছোঁয়া পায়নি শহীদ স্মৃতিস্তম্ভ


নাহিদ আল মালেক, বগুড়া ডিসেম্বর ১৭, ২০১৮, ০২:৫৭ পিএম
বিজয় দিবস পার হলেও ভালোবাসার ছোঁয়া পায়নি শহীদ স্মৃতিস্তম্ভ

ছবি : সোনালীনিউজ

বগুড়া : ১৬ ডিসেম্বর মহান বিজয়ের ৪৭তম বার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পার হলেও ভালোবাসার কোনো ছোঁয়া পায়নি বগুড়ার শেরপুর শহরের স্যানালপাড়ার স্থাপিত ৪৯ শহীদের নামের তালিকা সম্বলিত শহীদ স্মৃতিস্তম্ভ।

সোমবার (১৭ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় শহীদ স্মৃতিস্তম্ভে গিয়ে দেখা গেছে এর বেহাল অবস্থা। ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের সময় বগুড়ার শেরপুর শহরে পাকহানাদার বাহিনীর গুলিতে নিহত ৪৯ জন শহীদের নাম স্মরণ রাখতে তিন রাস্তার মোড়ে ২০০৪ সালে পৌরসভার উদ্যোগে স্থাপিত হয় এই শহীদ স্মৃতিস্তম্ভ।

কিন্তু মহান বিজয় দিবস পার হয়ে গেলেও এটি যেন পড়ে আছে অযত্নে অবহেলায় মলিন হয়ে। চারটি স্তম্ভে লেখা ৪৯ শহীদের নাম ফিকে হয়ে গেছে। বেদীতে জমে আছে ধুলো। নির্বাচনের পোস্টারে ঢাকা পড়েছে শহীদদের নাম।

স্থানীয়রা এই অবহেলার জন্য পৌর কৃর্তৃপক্ষকে দায়ী করেছে। ক্ষোভ প্রকাশ করেছেন মুক্তিযোদ্ধারাও।
তাদের বক্তব্য, সারা বছর না হোক স্বাধীনতা ও বিজয় দিবসেও কি একটু ভালোবাসা যত্ন পেতে পারে না শহীদ স্মৃতিস্তম্ভটি?

সোনালীনিউজ/ঢাকা/এইচএআর

Wordbridge School
Link copied!