• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বিশ্ব ইজতেমায় চলবে ২৮টি বিশেষ ট্রেন


নিজস্ব প্রতিবেদক জানুয়ারি ৫, ২০১৬, ১২:৪১ পিএম
বিশ্ব ইজতেমায় চলবে ২৮টি বিশেষ ট্রেন

সোনালীনিউজ ডেস্ক

আগামী ৮ থেকে ১০ এবং ১৫ থেকে ১৭ জানুয়ারি অনুষ্ঠিতব্য বিশ্ব ইজতেমা উপলক্ষে ২৮টি স্পেশাল ট্রেন পরিচালনা করবে বাংলাদেশ রেলওয়ে। এ জন্য অতিরিক্ত ২০টি কোচ সংযোজন করা হবে। প্রয়োজনে কোচ আরো বাড়ানো হবে।
মঙ্গলবার সকাল সোয়া ১১টায় রাজধানীর রেল ভবনে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান রেলপথমন্ত্রী মো. মুজিবুল হক।
তিনি জানান, ইজতেমার প্রথম দিন শুক্রবার ঢাকা-টঙ্গী-ঢাকা দুটি জুম্মা স্পেশাল ট্রেন চলাচল করবে। আখেরি মোনাজাতের আগের দুদিন জামালপুর ও আখাউড়া থেকে দুটি করে চারটি ট্রেন চলবে। আর লাকসাম-টঙ্গী একটি ট্রেন চলবে। আখেরি মোনাজাতের দিন ঢাকা-টঙ্গী সাতটি, টঙ্গী-ঢাকা সাতটি, টঙ্গী-লাকসাম একটি, টঙ্গী-আখাউড়া দুটি, টঙ্গী-ময়মনসিংহ চারটিসহ মোট ২১টি স্পেশাল ট্রেন চলাচল করবে।
১০ ও ১৭ জানুয়ারি রোববার মহানগর প্রভাতী অথবা গোধুলী, ১১ ও ১৮ জানুয়ারি সোমবার তিস্তা এক্সপ্রেস এবং ৮ ও ১৫ জানুয়ারি শুক্রবার সূবর্ণ এক্সপ্রেস ট্রেনগুলো সাপ্তাহিক বন্ধের দিন চলাচল করবে বলে জানান মন্ত্রী।

Wordbridge School
Link copied!