• ঢাকা
  • শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বেশি বেশি পরীক্ষা করুন, নিজেরা সুরক্ষিত থাকুন


নিজস্ব প্রতিবেদক এপ্রিল ১, ২০২০, ০১:৫৩ পিএম
বেশি বেশি পরীক্ষা করুন, নিজেরা সুরক্ষিত থাকুন

ছবি: সংগৃহীত

ঢাকা: প্রাণঘাতী করোনা ভাইরাস সন্দেহ হলেই বেশি বেশি পরীক্ষা করুন, নিজেরা সুরক্ষিত থাকুন বলেন জানিয়েছে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। 

বুধবার (০১ এপ্রিল) করোনা ভাইরাস নিয়ে অনলাইন ব্রিফিংয়ে এ কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী। এসময় স্বাস্থ্যমন্ত্রী বলেন, করোনা ভাইরাস সংক্রান্ত সরঞ্জাম পিপিই, মাস্ক এর সংখ্যা বাড়িয়েছি। এই গুলো সঠিক ব্যবহার যেন হয়।

এদিকে প্রতিনিয়ত স্বাস্থ্য সেবার মান উন্নত করা হচ্ছে জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, আমরাদের সরকারি হাসপাতালে ভেন্টিলেটর স্থাপনার কার্যক্রম চলছে। ঢাকায় ইতোমধ্যে কুমিটোলা জেনারেল হাসপাতাল, গ্যাস্টোলিভার হাসপাতাল করোনা ভাইরাসের জন্য প্রস্তুত করা হয়েছে। 

এছাড়াও বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতাল, শিশু হাসপাতালসহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে করোনা ভাইরাস পরীক্ষার কার্যক্রম শুরু করা হবে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী।

জাহিদ মালেক বলেন, ঢাকা বাইরে রংপুর, রাজশাহীতে, ময়মনসিংহ, পর্যায়ক্রমে প্রতিটি মেডিকেলে করোনা পরীক্ষা শুরু।

ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে সরকারি নির্দেশনা মানা হচ্ছে না দাবি করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, আপনার নির্দেশনা মেনে ঘরে থাকুন, তা না হলে ভাইরাস ছড়িয়ে পাড়বে। এখন পর্যন্ত বাংলাদেশে ৫৪ জন আক্রান্ত হয়েছে। মারা গেছে ৬ জন বলেও জানান তিনি।

সোনালীনিউজ/এমএএইচ

Wordbridge School
Link copied!