• ঢাকা
  • শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বেশি সংক্রমিত ৩০টি দেশের মধ্যে বাংলাদেশ


আন্তর্জাতিক ডেস্ক মে ১৪, ২০২০, ০৪:২০ পিএম
বেশি সংক্রমিত ৩০টি দেশের মধ্যে বাংলাদেশ

ঢাকা : বিশ্বে যে ৩০টি দেশে করোনাভাইরাস আক্রান্ত মানুষ সবচেয়ে বেশি তাদের মধ্যে এখন বাংলাদেশও আছে। বাংলাদেশে এখন শনাক্ত রোগীর সংখ্যা ১৭৮২২। এর মধ্যে সরকারি হিসাব অনুযায়ী সুস্থ হয়েছেন ৩৩৬১ জন। এই ৩০টি দেশের মধ্যে কেবলমাত্র কাতার ও ইকুয়েডরে বাংলাদেশের চেয়ে কম টেস্ট করা হয়েছে।

সবচেয়ে বেশি টেস্ট করা হয়েছে যেসব দেশে-

যুক্তরাষ্ট্র - ১,০২,৬৯,৯৯৬

রাশিয়া - ৫৯,৮২,৫৫৮

জার্মানি - ৩১,৪৭,৭৭১

ইতালি - ২৭,৩৫,৬২৮

স্পেন ২০,৯৪,২০৯

ফ্রান্স - ১৩,৮৪,৬৩৩

কানাডা - ১১,৬৯,৩৮০

বাংলাদেশে এখন পর্যন্ত সরকারি হিসেবে ২৬৯ জন মানুষ কোভিড-১৯ সংক্রান্ত কারণে মারা গেছেন।

শতকরা হিসেবে বয়স বিশ্লেষণ-

০-১০: ২%

১১-২০: ০%

২১-৩০: ৩%

৩১-৪০: ৭%

৪১-৫০: ১৯%

৫১-৬০: ২৭%

ষাটের ওপরে: ৪২%

সূত্র : বিবিসি

সোনালীনিউজ/এমটিআই

Wordbridge School
Link copied!