• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন


মুন্সীগঞ্জ প্রতিনিধি সেপ্টেম্বর ২৩, ২০২০, ০৪:২৬ পিএম
ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন

মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জে আগামী ৪ অক্টোবর থেকে ১৭অক্টোবর পর্যন্ত ২সপ্তাহ ব্যাপি ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে। 

বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে মুন্সীগঞ্জ সিভিল সার্জন কার্যালয় কনফারেন্স কক্ষে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষ্যে সাংবাদিক ওরিয়েন্টেশন সভা এতথ্য জনান জেলা সিভিল সার্জন ডা. আবুল কালাম আজাদ। 

এবারের ক্যাম্পেইনে জেলার ৬টি উপজেলায় ১৬শ ৩৫টি কেন্দ্রে ৬ থেকে ১১ মাস বয়সীয় ২৪ হাজার ৪৭৫ জন শিশু ও ১২ থেকে ৫৯ মাস বয়সী ১ লক্ষ ৬৯ হাজার ৪৮৪ জন শিশুকে ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানো হবে।

সিভিল সার্জন ডা. আবুল কালাম আজাদ সভাপতিত্ব ও সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. দেবরাজ মালাকারের সঞ্চালনায় ওরিয়েন্টেশন সভায় অংশ নেয় বিভিন্ন ইলেক্ট্রিনিক ও প্রিন্ট মিডিয়ার কর্মরত জেলার সাংবাদিক বৃন্দ।

এছাড়াও সভায় ভিটামিন-এ ক্যাপসুল এর প্রয়োজনীয়তার বিভিন্ন বিষয় তুলে ধরেন বক্তারা। পাশাপাশি করোন সচতনতা ও ক্যাপসুল নিয়ে গুজবে বিভ্রান্ত হওয়ার আহ্বান জানানো হয়।

সোনালীনিউজ/এমএস/এসআই

Wordbridge School
Link copied!