• ঢাকা
  • শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ভোলায় গুলি চালাতে পুলিশকে কে অনুমতি দিয়েছে


নিজস্ব প্রতিবেদক অক্টোবর ২২, ২০১৯, ১১:১৬ এএম
ভোলায় গুলি চালাতে পুলিশকে কে অনুমতি দিয়েছে

ঢাকা : ভোলায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ম্যাসেঞ্জারে নবীকে নিয়ে কটূক্তির প্রতিবাদে পুলিশ-জনতা সংঘর্ষের ঘটনায় সময় আত্মরক্ষায় পুলিশ গুলি চালিয়েছে এমন দাবি পুলিশ কর্মকর্তাদের।  এনিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, পুলিশ আত্মরক্ষার্থেই ভোলায় গুলি ছুড়েছে।  তবে গুলি করার অনুমতি কে দিয়েছে তা তদন্ত হবে।

সোমবার (২১ অক্টোবর) সচিবালয়ে ঐক্যফ্রন্টের নেতাদের সঙ্গে সভা শেষে এক প্রশ্নের জবাবে তিনি এ ঘটনার জন‌্য তিনি দুঃখ প্রকাশও করেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ভোলায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক চ্যাটিংয়ে নবীকে নিয়ে অশ্লীল কথাবার্তার জের ধরে পুলিশ-জনতার মধ্যে সংঘর্ষের ঘটনায় আমি দুঃখ প্রকাশ করছি। এই ঘটনায় যারা মারা গেছেন এবং আহত হয়ে ক্ষতিগ্রস্ত হয়েছেন, সরকার তাদের আর্থিক সহযোগিতা দেবে।

তিনি বলেন, এই ঘটনায় আমি যতদূর জানি, পুলিশ আত্মরক্ষার্থেই গুলি ছুড়েছে। তবে গুলির অনুমতি কে দিয়েছে, এটা তদন্ত করে বের করা হবে। তদন্তে কেউ দোষী সাব্যস্ত হলে, সে যেই হোক, তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে। অহেতুক সাধারণ মানুষদের ওপর পুলিশ গুলি করে থাকলে অবশ্যই তার বিচার হবে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ভোলার সংঘর্ষের ঘটনার সূত্রপাত যে ছেলের ফেইসবুক চ্যাটিং থেকে হয়েছে, তাকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে কথোপকথনের তথ্য-উপাত্ত অধিকতর তদন্তের জন্য আমরা ফেসবুক কর্তৃপক্ষের সিঙ্গাপুর অফিসে পাঠিয়েছি। তাদের কাছে এ বিষয়ে বিস্তারিত তথ্য চেয়েছি। এই ঘটনায় ফেসবুকে কার আইডি কে হ্যাক করেছে, কোথা থেকে এসব পোস্ট করা হয়েছে, তা খতিয়ে বের করা হবে। সেই অনুযায়ী শাস্তির ব্যবস্থা করা হবে।

তিনি বলেন, এসব তদন্তের প্রতিবেদন পাওয়া পর্যন্ত আমি সবার প্রতি অনুরোধ করব, একটু অপেক্ষা করতে। সবার প্রতি আমাদের আবেদন, কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করে নিজের হাতে আইন তুলে নেবেন না।

অপর প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, এই ঘটনায় কেউ কেউ সুযোগ কাজে লাগিয়ে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করছে কিনা তাও খতিয়ে দেখা হবে।

সোনালীনিউজ/এএস

Wordbridge School

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!