• ঢাকা
  • শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ভয়াবহ ভূমিধস, আসামে ২০ জনের মৃত্যু


আন্তর্জাতিক ডেস্ক জুন ২, ২০২০, ০৪:৪৫ পিএম
ভয়াবহ ভূমিধস, আসামে ২০ জনের মৃত্যু

ছবি: সংগৃহীত

ঢাকা: ভয়াবহ ভূমিধসে ভারতের আসামে ২০ জনের মৃত্যু হয়েছে। গত কয়েকদিন ধরেও রাজ্যটির দক্ষিণ অংশে প্রচণ্ড বৃষ্টির ফলেই ভূমিধ্বসের ঘটনা ঘটেছে বলে মনে করা হচ্ছে। জানা গেছে, মারা যাওয়া ২০ জনের মধ্যে কাছার জেলার বাসিন্দা সাতজন, আরও সাতজন হাইলাকান্দি জেলার এবং করিমগঞ্জ জেলার ছয়জন। 

এ ঘটনায় আরও অনেক মানুষ আহত হয়েছেন। দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজে যোগ দিয়েছেন উদ্ধারকারী দল।

এদিকে গত কয়েকদিন ধরে ভয়ঙ্কর প্রাকৃতিক দুর্যোগের সঙ্গে লড়াই করছে উত্তর-পূর্বাঞ্চলের ওই রাজ্য। আসামে মারাত্মক বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছেন কমপক্ষে সাড়ে ৩ লাখ মানুষ। সেখানকার গোয়ালপাড়া জেলা বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। এরপরেই রয়েছে নাগাঁও এবং হোজাই জেলা।

সরকারি হিসাবে আসামের বন্যায় এখনও পর্যন্ত ছয়জন মানুষ মারা গেছেন। ৩৪৮টি গ্রাম পানি নিচে। রাজ্যের দুর্যোগ মোকাবিলা বাহিনী জানিয়েছে, বন্যায় আসামে প্রায় ২৭,০০০ হেক্টর জমির ফসল নষ্ট হয়ে গেছে।

অন্যদিকে, ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় এ রাজ্যে প্রলয়ঙ্করী বন্যার সম্ভাবনা দেখা দিয়েছে। আসামের দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, ইতোমধ্যেই রাজ্যের ৩৪৮ গ্রাম বন্যায় প্লাবিত হয়েছে। বন্যার কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে ২৭ হাজার হেক্টর জমির ফসল।

সোনালীনিউজ/এমএএইচ

Wordbridge School
Link copied!