• ঢাকা
  • শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

মনোনয়ন বাণিজ্যে বেসামাল বিএনপি


নিজস্ব প্রতিবেদক ডিসেম্বর ৯, ২০১৮, ০২:৩৭ পিএম
মনোনয়ন বাণিজ্যে বেসামাল বিএনপি

ঢাকা : বিএনপির মনোনয়ন না পাওয়াদের ক্ষোভের দিকটি দেখিয়ে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদ জাহাঙ্গীর কবির নানক বলেছেন, মনোনয়ন বাণিজ্যে দলটি বেসামাল হয়ে পড়েছে।

শনিবার (৮ ডিসেম্বর) দুপুরে ঢাকার ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি, যিনি নিজেও এবার নিজ দলের মনোনয়ন পাননি।

নানক বলেন, ‘দুঃখ প্রকাশ করছি, বিএনপি তাদের  মনোনয়ন বাণিজ্য বেসামাল পর্যায়ে চলে গেছে। ঢাকা বা বাংলাদেশে নয়, লন্ডনে গিয়ে পৌঁছেছে এ অবস্থা। মাত্র টেলিভিশনে দেখলাম দেখলাম, বিএনপি কার্যালয়ের সামনে বিক্ষোভ চলছে। লেজেগোবরে সৃষ্টিকারী দল থেকে জাতি ভালো কিছু আশা করতে পারে না।’

নিজের দলের বিদ্রোহীদের প্রসঙ্গে তিনি বলেন, ‘বিদ্রোহী ২৪ জন ছিল, ৬-৭ জন প্রত্যাহার করেছে। যারা এখনও প্রত্যাহার করেনি, তাদের সাথে আমাদের কথা হয়েছে। তার দু'একদিনের মধ্য তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করবে।’

ইসি নিয়ে বিএনপির অভিযোগ প্রসঙ্গে নানক বলেন, ‘নির্বাচন কমিশন স্বাধীন, সুষ্ঠুভাবে পরিচালিত হচ্ছে বলেই কোনো চাপের মুখে নতি স্বীকার না করে স্বাধীনভাবে তাদের কার্যক্রম পরিচালনা করছে।’ লন্ডনে থাকার বিএনপির জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যানের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ তুলে তিনি বলেন, ‘লন্ডনে অবস্থানরত সাজাপ্রাপ্ত আসামি তারেক রহমান পাকিস্তানের গোয়েন্দা সংস্থাকে সাথে নিয়ে নির্বাচন বানচালের চেষ্টা করছে।’

নির্বাচনে আওয়ামী লীগের জয়ের আশা করে নানক বলেন, ‘ডিসেম্বর বিজয়ের মাস। আমরা বিশ্বাস করি, এ বিজয়ের মাসে বাঙালি জাতির নতুন করে শপথ গ্রহণ করবে। এই নির্বাচনেও ৭০-এর নির্বাচনের মতো বাঙালি জাতি বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার নেতৃত্বে একটি চ‚ড়ান্ত বিজয় অর্জন করবে।’ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, খালিদ মাহমুদ চৌধুরী, বি এম মোজাম্মেল সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।

সোনালীনিউজ/এমটিআই

Wordbridge School
Link copied!