• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

মশা নির্মূলে ‘চিরুনি অভিযান’


নিজস্ব প্রতিবেদক আগস্ট ২৫, ২০১৯, ১০:৩০ এএম
মশা নির্মূলে ‘চিরুনি অভিযান’

ঢাকা: ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) এডিস মশা নির্মূলের লক্ষ্যে রোববার (২৫ আগস্ট) থেকে ১০দিন ব্যাপী এডিস মশার প্রজননস্থল ধ্বংসকরণ ও বিশেষ পরিচ্ছন্নতা ‘চিরুনি অভিযান’ শুরু করবে।

রোববার (২৫ আগস্ট) সকাল সাড়ে ১০টা থেকে বেলা সাড়ে ১২টা পর্যন্ত সকল ওয়ার্ডে এ ‘চিরুনি অভিযান’ পরিচালিত হবে।

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা ক্যাপ্টেন মঞ্জুর হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, গত ২০ আগস্ট আমরা পরীক্ষামূলকভাবে ১৯ নং ওয়ার্ডে ‘চিরুনি অভিযান‘ শুরু করেছিলাম। রোববার থেকে আমাদের ৩৬টি ওয়ার্ডেই দশদিন ব্যাপী এ অভিযান শুরু হবে। পরে সম্প্রসারিত এলাকার ওয়ার্ডসমূহেও ‘চিরুনি অভিযান’ পরিচালিত হবে।

সোনালীনিউজ/এমএএইচ

Wordbridge School
Link copied!