• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

মালয়েশিয়ায় ফের ক্ষমতায় মাহাথির


আন্তর্জাতিক ডেস্ক মে ১০, ২০১৮, ১০:০২ এএম
মালয়েশিয়ায় ফের ক্ষমতায় মাহাথির

ঢাকা: মালয়েশিয়ার ১৪তম সাধারণ নির্বাচনে দেশটির ৯২ বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের নেতৃত্বাধীন পাকাতান হারাপানকে জয়ী ঘোষণা করেছে নির্বাচন কমিশন।

মাহাথিরের জোটকে বিজয়ী ঘোষণার পরপরই রাজধানী কুয়ালালামপুরে রাস্তায় জড়ো হয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন তার সমর্থকরা। নির্বাচনে ২২২টি সংসদীয় আসনের মধ্যে মাহাথির মোহাম্মাদের পাকাতান হারাপান পেয়েছে ১১২টি। আর বর্তমান প্রধানমন্ত্রী নাজিব রাজাকের ক্ষমতাসীন বারিসান ন্যাশনাল পেয়েছে ৭৯টি এবং অন্যান্য দল পেয়েছে মোট ৩০টি আসন। সরকার গঠনের জন্য মাহাথির মোহাম্মদকে আমন্ত্রণ জানিয়েছেন দেশটির রাজা।

আনুষ্ঠানিক ফল ঘোষণার আগেই নিজ জোটের জয়ের দাবি করেছিলেন সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ। বুধবার স্থানীয় সময় সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলে ভোটগ্রহণ। প্রথম দিক থেকেই নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া যায়।


সোনালীনিউজ/ঢাকা/আকন

Wordbridge School
Link copied!