• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

মেস ভাড়া নেবে অর্ধেক


রাবি প্রতিনিধি সেপ্টেম্বর ৩০, ২০২০, ১০:৫১ এএম
মেস ভাড়া নেবে অর্ধেক

রাবি: শিক্ষার্থীদের মেস ভাড়ার সমস্যা নিরসনে মেস মালিক সমিতির সাথে আলোচনায় বসেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রক্টরিয়াল বডি। মঙ্গলবার সন্ধ্যা ৭ টায় রাজশাহী মহানগর মেস মালিক সমিতির কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

এসময় রাবি ছাত্র উপদেষ্টা (অতিরিক্ত দায়িত্ব প্রাপ্ত) ও প্রক্টর অধ্যাপক লুৎফর রহমান নগরীর সকল শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধি হিসেবে গত জুলাই থেকে শিক্ষা প্রতিষ্ঠান খোলার আগ পর্যন্ত অর্ধেক ভাড়া নেয়ার দাবি তোলেন। তাছাড়া, গত মার্চ থেকে জুন মাস পর্যন্ত যত ভাড়া নেয়া হোক না কেন, সেখানেও যেনো অর্ধেকের বেশি নেয়া না হয় সেবিষয়ে অনুরোধ করেন তিনি।

প্রক্টরের দাবির প্রেক্ষিতে মেস মালিক সমিতির সভাপতি মো. এনায়েতুর রহমান গত জুন থেকে শিক্ষা প্রতিষ্ঠান খোলার আগ পর্যন্ত অর্ধেক ভাড়া নেয়ার আশ্বাস দেন।

এবিষয়ে রাবি প্রক্টর অধ্যাপক লুৎফর রহমান বলেন, আমরা মেস মালিক সমিতির সাথে আলোচনা করেছি। এবং তাদেরকে সম্পূর্ন ভাড়া আদায় না করে অর্ধেক নেয়ার দাবি জানিয়েছি। তারা জুন থেকে শিক্ষা প্রতিষ্ঠান খোলার আগ পর্যন্ত অর্ধেক ভাড়া নেবেন বলে আশ্বাস দিয়েছেন।

এসময় মেস মালিক সমিতির সভাপতি মো. এনায়েতুর রহমানসহ রাবি প্রক্টরিয়াল বডির সদস্যরা উপস্থিত ছিলেন।

সোনালীনিউজ/এসএস/এসআই

Wordbridge School
Link copied!