• ঢাকা
  • শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের ৩৫ স্থাপনায় টার্গেট চূড়ান্ত করেছে ইরান


আন্তর্জাতিক ডেস্ক  জানুয়ারি ৫, ২০২০, ১১:৩৯ এএম
যুক্তরাষ্ট্র-ইসরায়েলের ৩৫ স্থাপনায় টার্গেট চূড়ান্ত করেছে ইরান

ঢাকা : ইরানের কুর্দস রিভল্যুশনারি গার্ডের প্রধান মেজর জেনারেল কাসেম সোলেইমানিকে হ’ত্যা’র প্র’তি’শোধ নিতে যুক্তরাষ্ট্র এবং ইসরাইলের গুরুত্বপূর্ণ ৩৫টি স্থাপনা টার্গেটে রেখেছে ইরান। শনিবার ডেইলি মেইল, মিররসহ একাধিক গণমাধ্যমের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

সিনিয়র রেভোলিউশনারি গার্ডস কমান্ডারের বরাত দিয়ে তাসনিম বার্তা সংস্থার প্রতিবেদনে বলা হয়েছে, সোলেইমানি হ’ত্যা’র প্র’তি’শোধ নিতে ইরান যেসব জায়গা টার্গেট করেছে যেখানে আমেরিকানরা রয়েছে।
 
দক্ষিণাঞ্চলীয় কেরমান প্রদেশের কমান্ডার জেনারেল গোঘামালি আবুহামজেহ বলেছে, ওই গুরুত্বপূর্ণ অঞ্চলে আমেরিকান টার্গেটগুলো অনেক আগেই ইরান চিহ্নিত করে রেখেছে। তবে কোনো বিশেষ টার্গেটের নাম উল্লেখ করেননি তিনি।

‌‘‌এ অঞ্চলে যুক্তরাষ্ট্রের ৩৫টি স্থাপনা, এমনকি তেল আবিব (ইসরাইলের) আমাদের হা’মলা’র আওতাভুক্ত বলেও জানান সেনাদের কমান্ডার।

এর আগে মার্কিন হা’ম’লায় জেনারেল কাসেম সোলেইমানি নিহত হওয়ার ঘটনায় প্রতিশোধের ইঙ্গিত জানিয়ে মসজিদের চূড়ায় ‘যুদ্ধপতাকা’ উড়িয়েছে ইরান। শনিবার ইরানের কম প্রদেশের পবিত্র মসজিদ জামকারান’র সর্বোচ্চ গম্বুজে রক্তলাল পতাকা ওড়ায় ইরান।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানায়, ইরানের ইতিহাসে এই প্রথমবারের মতো ইরান জামকারান মসজিদে লাল পতাকা ওড়ালো। এই পতাকা ওড়ানোকে সোলেইমানি হ’ত্যা’র দায়ে আমেরিকার ওপর ইরানের বদলা নেওয়ার অঙ্গীকার হিসেবে দেখা হচ্ছে।

উল্লেখ্য, গত শুক্রবার সকালে ইরাকের আন্তর্জাতিক বিমানবন্দরে মার্কিন যুক্তরাষ্টের ড্রোন হামলায় জেনারেল কাসেম সোলেইমানিসহ আটজন নি’হত হন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে ওই হা’মলা চালানো হয়েছে বলে নিশ্চিত করেছে মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন।

এদিকে জেনারেল সোলেইমানির জানাজ আজ রোববার তেহরান বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। জানাজার ইমামতি করবেন  ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিজে। 

দক্ষিণাঞ্চলীয় কেরমান প্রদেশ সোলাইমানির জন্মভূমি। এখানেই আগামী মঙ্গলবার জেনারেল কাসেম সোলেইমানি সমাহিত হবেন বলে ধারণা করা হচ্ছে।

সোনালীনিউজ/এএস
 

Wordbridge School
Link copied!