• ঢাকা
  • শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

যুক্তরাষ্ট্রে ইহুদিদের উপাসনালয়ে বন্দুক হামলা, নিহত ৮


আন্তর্জাতিক ডেস্ক অক্টোবর ২৮, ২০১৮, ১২:১৩ পিএম
যুক্তরাষ্ট্রে ইহুদিদের উপাসনালয়ে বন্দুক হামলা, নিহত ৮

ঢাকা : যুক্তরাষ্ট্রের দক্ষিণ পূর্বাঞ্চলীয় অঙ্গরাজ্য পেনসিলভানিয়ার পিটসবার্গ শহরে একটি ‘সক্রিয় গুলি’র ঘটনায় অন্তত আটজন নিহত হয়েছে বলে দাবি করেছে স্থানীয় সংবাদমাধ্যম।

এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন, যাদের মধ্যে তিন পুলিশ সদস্যও রয়েছেন। তবে আইন-শৃঙ্খলা বাহিনী তৎপর হওয়ার পর ‘আত্মসমর্পণ’ করে ‘এক বন্দুকধারী’।

শনিবার (২৭ অক্টোবর) স্থানীয় সময় সকালে শহরের একটি সিনাগগের (ইহুদিদের উপাসনালয়) কাছে এ গুলির ঘটনা ঘটে। সিবিএস নিউজ আটজন নিহত হওয়ার কথা বললেও সিএনএন-ওয়াশিংটন পোস্টসহ অন্যরা সংখ্যাটা কমিয়ে বলছে।

বিভিন্ন টেলিভিশনের ফুটেজে দেখা গেছে, গুলির ঘটনার পর এলাকায় ছোটাছুটি শুরু হয়ে যায়। খবর পেয়েই আশপাশ থেকে ছুটে আসে পুলিশসহ আইন-শৃঙ্খলা বাহিনীর বিপুলসংখ্যক সদস্য। সেইসঙ্গে কয়েকটি অ্যাম্বুলেন্সও দেখা যায় ঘটনাস্থলে।

সোনালীনিউজ/এমটিআই

Wordbridge School
Link copied!