• ঢাকা
  • শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

যুক্তরাষ্ট্রে একদিনে মৃত্যুর রেকর্ড, ছাড়াল চীনকেও


আন্তর্জাতিক ডেস্ক এপ্রিল ১, ২০২০, ০৯:০৭ এএম
যুক্তরাষ্ট্রে একদিনে মৃত্যুর রেকর্ড, ছাড়াল চীনকেও

ছবি: ইন্টারনেট

ঢাকা: চীন থেকে ছড়ানো করোনাভাইরাসে আক্রান্ত হয়ে  যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন অন্তত ৭৭০ জন। এখন পর্যন্ত এটাই দেশটিতে একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড। এদিন মৃত্যুসংখ্যাতেও চীনকে ছাড়িয়ে গেছে যুক্তরাষ্ট্র। খবর: সিএনএন।

সিএনএন হেলথের হিসাবে, দেশটিতে বর্তমানে মোট মৃতের সংখ্যা ৩ হাজার ৭৭৪ জন। বিপরীতে চীনে মারা গেছেন মোট ৩ হাজার ৩০৫ জন।

এদিকে, এদিন নিয়মিত ব্রিফিংয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, করোনা মহামারিতে যুক্তরাষ্ট্রের নাগরিকদের জন্য আগামী দুই সপ্তাহ অত্যন্ত কঠিন হতে চলেছে। আমি চাই এর জন্য সবাই প্রস্তুত থাকুক।

তিনি আরো বলেন, আশার কথা হচ্ছে যেভাবে বিশেষজ্ঞরা ধারণা করছেন, টানেলের শেষপ্রান্তে হয়তো কিছুটা আশার আলো দেখতে পাবো। তবে এই দুই সপ্তাহ খুবই কষ্টাদায়ক হতে যাচ্ছে।

ওয়ার্ল্ডওমিটারের তথ্যমতে, যুক্তরাষ্ট্রে এপর্যন্ত ১ লাখ ৮৫ হাজার ২৭০ জনের শরীরে নভেল করোনাভাইরাস শনাক্ত হয়েছে। সেখানে গত ২৪ ঘণ্টায় নতুন রোগী শনাক্ত হয়েছেন ২০ হাজারেরও বেশি।

সোনালীনিউজ/এমএএইচ

Wordbridge School
Link copied!